আগরতলা, ৩১ ডিসেম্বর (হি. স.)৷৷ নতুন বছরে নতুন উপহার পাচ্ছে ত্রিপুরা৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ১ জানুয়ারি ভিডিও কনফারেন্সের মাধ্যমে ত্রিপুরার রাজধানী আগরতলায় লাইট হাউস প্রকল্পের ভিত্তি প্রস্তর স্থাপন করতে যাচ্ছেন৷ একই দিনে ঝাড়খণ্ডের রাঁচি, উত্তরপ্রদেশের লখনউ, মধ্য প্রদেশের ইন্দোর, গুজরাটের রাজকোট এবং তামিলনাড়ুর চেন্নাইতে লাইট হাউস প্রকল্পের ভিত্তি প্রস্তর স্থাপন করবেন তিনি৷
ত্রিপুরা, ঝাড়খণ্ড, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, গুজরাট এবং তামিলনাড়ুর মুখ্যমন্ত্রীও এই অনুষ্ঠানে কেন্দ্রীয় আবাসন ও নগর প্রতিমন্ত্রী (স্বাধীন দায়িত্বপ্রাপ্ত) হরদীপ সিং পুরির সাথে উপস্থিত থাকবেন৷ পশ্চিম ত্রিপুরার সাংসদ প্রতিমা ভৌমিকও এই অনুষ্ঠানে যোগ দেবেন৷ এদিকে, প্রধানমন্ত্রী আগামীকাল আশা-ভারত-এর অধীনে বিজয়ীদের নাম ঘোষণা করবেন এবং প্রধানমন্ত্রী আবাস যোজনা – আরবান (পিএমএওয়াই-ইউ) মিশনের বাস্তবায়নে সেরা রাজ্যগুলিকে বার্ষিক পুরস্কার প্রদান করবেন৷
প্রসঙ্গত, ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব ইতিপূর্বে একটি অনুষ্ঠানে বলেছিলেন, ‘‘বস্তি অঞ্চলে বসবাসরত দরিদ্র মানুষের মধ্যে আবাসন সুবিধা দেওয়ার জন্য আগরতলায় একটি লাইট হাউস তৈরি করা হবে৷ এই লাইট হাউস-এ ১০০০ টি ফ্ল্যাট থাকবে৷ এ ছাড়া গরিবদের ফ্ল্যাট কিনতে ৯ থেকে ১১ লক্ষ টাকা পর্যন্ত ভরতুকি দেওয়া হবে৷ বাকি টাকা স্বল্প সুদে ব্যাংক থেকে ঋণ নিতে পারবেন যাতে দরিদ্র মানুষ সহজেই এই ফ্ল্যাটটি কিনতে পারেন৷