নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩১ ডিসেম্বর৷৷ এয়ারপোর্ট থানা এলাকার শালবাগানে জুয়াড়ি ও নেশা কারবারির আক্রমণে আহত হয়েছেন দু’জন৷ আহতরা হলেন প্রদিপ দেবনাথ এবং নিখিল দেবনাথ৷ তাদেরকে জিবি হাসপাতালে ভর্তি করা হয়েছে৷ অভিযুক্তরা হল নেশাকারবারী রাকেশ দাস এবং তার বাবা নিখিল দাস৷ ঘটনার বিবরণে জানা যায় নিখিল দাস এর ছেলে রাকেশ দাস দীর্ঘদিন ধরেই শালবাগান এলাকায় জুয়ার আসর এবং নেশা কারবার চালিয়ে আসছে৷
এ বিষয়ে আপত্তি জানানো হয় প্রদিপ দেবনাথ এবং নিখিল দেবনাথ কে এবং শাবল দিয়ে আঘাত করে রাকেশ দাস এবং নিখিল দাস৷ নেশা কারবারি ও জুয়াড়িদের আক্রমণে গুরুতর ভাবে আহত হয়েছেন দুজনে ই৷ আশঙ্কাজনক অবস্থায় তাদেরকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে৷ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করছে৷এ ব্যাপারে থানায় একটি সুনির্দিষ্ট মামলা দায়ের করা হয়েছে৷পুলিশ ঘটনার তদন্ত শুরু করলেও এখনো পর্যন্ত অভিযুক্তদের গ্রেপ্তার করতে পারেনি৷
এলাকাবাসীর অভিযোগ দীর্ঘদিন ধরেই রাকেশ দাস এবং নিখিল দাস এলাকায় জুয়ার আসর বসেছে এবং নেশা কারবার দিব্যি চালিয়ে যাচ্ছে৷বেআইনিভাবে তারা এ ধরনের কার্যকলাপ সংগঠিত করে চললেও পুলিশ তাদের বিরুদ্ধে কঠোর কোনো ব্যবস্থা নিচ্ছে না বলে এলাকাবাসীর গুরুতর অভিযোগ৷পুলিশের কাছ থেকে প্রশ্রয় পেয়ে তারা এ ধরনের বেআইনি কাজকর্ম চালিয়ে যেতে সক্ষম হচ্ছে বলেও অভিযোগ৷এ ধরনের অসামাজিক কার্যকলাপ সংগঠিত করার ফলে শালবাগান হাতিপারা সহ সংশ্লিষ্ট এলাকার পরিবেশ মারাত্মকভাবে কলুষিত হচ্ছে৷
এলাকার যুবকসহ অন্যান্যরাএসব নেশার কবলে পড়ে ধবংসের পথে এগোচ্ছে৷ সেকারণেই তারা এ ধরনের অসামাজিক কার্যকলাপ বন্ধ করার জন্য প্রতিবাদ গড়ে তুলেছিল৷ প্রতিবাদ করার কারণেই তাদের ওপর আক্রমণ সংঘটিত হয়৷অবিলম্বে অপরাধীদের গ্রেপ্তার এবং কঠোর শাস্তি মূলক ব্যবস্থা গ্রহণের জন্য এলাকাবাসীর জোরালো দাবি জানিয়েছেন৷এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা না হলে তারা বৃহত্তর আন্দোলন গড়ে তুলবেন বলেও হুঁশিয়ারি দিয়েছেন৷