সোশাল অডিট ইউনিট অধিকর্তার কার্যালয়ের ওয়েবসাইটের সূচনা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩১ ডিসেম্বর৷৷ আজ এক অনুষ্ঠানে সোশাল অডিট ইউনিট অধিকর্তার কার্যালয়ের ওয়েবসাইট চালু হয়েছে৷ ওয়েবসাইটটি হলwww.socialaduittripura.gov.in ৷ এই ওয়েবসাইটটির মাধ্যমে রাজ্যের গ্রামোন্নয়ন ও অর্থ দপ্তরের বিভিন্ন কাজের চিত্র তুলে ধরা হবে৷

উপমুখ্যমন্ত্রী যীষ্ণু দেববর্মা সোশাল অডিট ইউনিটের অধিকর্তার অফিস কক্ষে আনুষ্ঠানিকভাবে এই ওয়েবসাইটটির সূচনা করেন৷ অনুষ্ঠানে উপমুখ্যমন্ত্রী বলেন, এই ওয়েবসাইটটি চালু করায় এমজিএন রেগা, প্রধানমন্ত্রী আবাস যোজনায় গৃহ নির্মাণ সহ বিভিন্ন ক্ষেত্রের তথ্য মানুষের কাছে পৌঁছে দেওয়ার কাজ অনেক সহজ হবে৷ এতে করে কাজের স্বচ্ছতাও বেড়ে যাবে৷ তিনি বলেন, এই ডিজিটাল প্রযুক্তির যুগে কাগজের ব্যবহার যত কমানো যাবে ততোই প্রশাসনিক কাজকর্ম মানুষের জন্য সহজ, সরল ও সুুবিধাজনক হবে৷ সোশাল অডিট ইউনিট থেকে জানানো হয় দপ্তরের এই ওয়েবসাইটের মাধ্যমে রাজ্যের ৫৮টি ব্লকের ১,১৫১টি গ্রামের কাজকর্মের তথ্য জানা যাবে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *