খোয়াইয়ে যুবকের রক্তাক্ত মৃতদেহ উদ্ধার

নিজস্ব প্রতিনিধি, খোয়াই, ২৭ ডিসেম্বর৷৷ খোয়াই কলেজ সংলগ্ণ এলাকার ড্রেন থেকে এক যুবকের মৃতদেহ উদ্ধার হয়েছে৷ মৃত যুবকের নাম নিরঞ্জন দে৷ বাড়ি লাল ছড়া এলাকায়৷ সংবাদ সূত্রে জানা গেছে, কয় কলেজের পেছনদিকে ড্রেনে ওই যুবক পড়ে থাকতে দেখেন স্থানীয় লোকজনরা৷ যুবকের মৃতদেহ পড়ে থাকতে দেখে স্থানীয় জনগণ খোয়াই থানার পুলিশকে খবর দেন৷


খবর পেয়ে খোয়াই থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে ছুটে আসে৷ সেখান থেকে তার মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খোয়াই জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়৷ মৃতদেহটি শনাক্ত করতে সক্ষম হয়েছেন স্থানীয় জনগণ৷মৃতদেহটি শনাক্ত হওয়ার পরপরই পুলিশের পক্ষ থেকে তাঁর বাড়িতে খবর পাঠানো হয়৷ খবর পেয়ে পরিবারের লোকজন ছুটে আসেন৷ কান্নায় ভেঙ্গে পড়েন পরিবার-পরিজনরা৷


কিভাবে এই মৃত্যুর ঘটনা ঘটেছে সে সম্পর্কে বিস্তারিত তথ্য জানা যায়নি৷এ বিষয়ে জানতে চাওয়া হলে খোয়াই থানার পুলিশ জানিয়েছে প্রাথমিকভাবে অস্বাভাবিক মৃত্যুর জনিত একটি মামলা গ্রহণ করে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ৷ তবে ময়নাতদন্তের রিপোর্ট হাতে পাওয়ার পরই এ বিষয়ে নিশ্চিত হবে পুলিশ৷এটি অস্বাভাবিক মৃত্যু না কোন পরিকল্পিত হত্যাকাণ্ড তা নিয়ে স্থানীয় জনমনে কৌতুহলের সৃষ্টি হয়েছে৷ পুলিশ অবশ্য বিষয়টি খতিয়ে দেখছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *