মহিলার সাথে ফস্টিনস্টি, আটক টিএসআর জওয়ান

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৭ ডিসেম্বর৷৷ ঊনকোটি জেলার কৈলাশহর এর বিদ্যানগর গ্রামে এক টিএসআরকে অসংলগ্ণ অবস্থায় আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছেন স্থানীয় জনগণ৷ আটক টিএসআর জোয়ানের নাম মুন্না রায়৷ সে ১৩ নম্বর ব্যাটেলিয়ান এর জওয়ান বলে জানা গেছে৷


সংবাদ সূত্রে জানা গেছে কৈলাশহরের বিদ্যানগর গ্রামে এক মহিলা ভাড়া থাকতো৷ স্বামীগৃহ ছেড়ে ওই মহিলা বিদ্যানগর গ্রামে ভাড়া বাড়িতে আসে৷ ভাড়া বাড়িতে ওই মহিলা আসার পর থেকেই টিএসআর জোয়ান মহিলার ঘরে আসতো৷ তাতে স্থানীয় জনগণের মনে সন্দেহ ঘনীভূত হতে থাকে৷ গত বেশ কিছুদিন ধরেই স্থানীয় জনগণ তাকে আটক করার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছিল৷গতকাল রাতে টিএসআর জোয়ান ওই মহিলার ভাড়া বাড়িতে আসলে ঘরের ভিতরে তাকে আটক করেন৷তাকে আটক করে খবর দেওয়া হয় কৈলাশহর থানার পুলিশকে৷

পুলিশ আসলে তাকে পুলিশের হাতে তুলে দেন স্থানীয় জনগণ৷ এলাকাবাসীর অভিযোগ ওই টিএসআর জওয়ান মহিলার ঘরে আসা যাওয়া করত৷স্থানীয় বাসিন্দারা তাতে আপত্তি জানানো সত্ত্বেও টিএসআর জওয়ান তাতে কর্ণপাত করেনি৷ সে কারণেই তাকে ঘরের ভিতরে আটক করে পুলিশকে খবর দেওয়া হয়৷ নারীঘটিত এই ঘটনার সংবাদ ছড়িয়ে পড়তেই এলাকায় তীব্র চাঞ্চল্য সৃষ্টি হয়৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *