নয়াদিল্লি, ২৭ ডিসেম্বর (হি.স.): ঘন কুয়াশা কাটিয়ে স্বস্তি পাচ্ছেই না রাজধানী দিল্লি। গত কয়েকদিনের মতো রবিবারও কুয়াশার চাদরে ঢাকা পড়েছে উত্তর ভারতের বিভিন্ন রাজ্য। রবিবার সকালে ঘন কুয়াশার চাদরে ঢাকা ছিল দিল্লির রাজঘাট, পঞ্জাবি বাগ প্রভৃতি এলাকা। দিল্লির পাশাপাশি এদিন সকালে কুয়াশার চাদরে ঢাকা ছিল উত্তরাখণ্ড, পূর্ব উত্তর প্রদেশ, বিহার, হরিয়ানা, চণ্ডীগড়। এছাড়াও উত্তর-পূর্বাঞ্চলের রাজ্য নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম এবং ত্রিপুরাতে এদিন সকালে ঘন কুয়াশা ছিল।
কুয়াশার কারণে দৃশ্যমানতা একেবারে তলানিতে পৌঁছে যাওয়ায় রাজধানী দিল্লিতে ব্যাহত হয়েছে যানবাহন চলাচল। ধীর গতিতে এবং হেড লাইট জ্বালিয়ে চলাচল করছে গাড়ি। ভারতীয় আবহাওয়া দফতর (আইএমডি) জানিয়েছে, দিল্লিতে এদিন সর্বনিম্ন তাপমাত্রা ৬ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত থাকতে পারে এবং সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ২৩ ডিগ্রি সেলসিয়াস।