BRAKING NEWS

মহারাষ্ট্রে খুলে গেল ধর্মীয় স্থান, বিভিন্ন মন্দিরে ভক্তদের ঢল

মুম্বই, ১৬ নভেম্বর (হি.স.): দীর্ঘ সাত-মাসেরও বেশি সময় ধরে বন্ধ থাকার মহারাষ্ট্রে অবশেষে খুলে দেওয়া হল সমস্ত ধরনের ধর্মীয় প্রতিষ্ঠান। উদ্ধব ঠাকরে সরকারের গ্রিন সিগন্যাল পাওয়ার পর, সোমবার সকাল থেকেই মহারাষ্ট্রের সর্বত্র খুলে দেওয়া হয়েছে মন্দির ও অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠান। এদিন সকালেই খুলেছে মুম্বইয়ের সিদ্ধিবিনায়ক মন্দির, নাগপুরের শ্রী গণেশ তেকড়ি মন্দির-সহ সমস্ত ধর্মীয় প্রতিষ্ঠান। মন্দির খুলতেই ঢল নেমেছে ভক্তদের। সিদ্ধিবিনায়ক মন্দির দর্শনের পর একজন ভক্ত জানিয়েছেন, ‘দীপাবলির পর, নতুন বছরে মন্দিরের আসতে পেরে নিজেকে ভাগ্যবান মনে করছি। আমি ভীষণ খুশি। করোনা-সম্পর্কিত সমস্ত ধরনের সতর্কতা ভালোভাবেই মেনে চলা হচ্ছে।’


মন্দির-সহ অন্যান্য ধর্মীয় স্থান খোলা নিয়ে বিভিন্ন শর্ত আরোপ করেছে মহারাষ্ট্র সরকার। যেমন-ফেস মাস্ক বাধ্যতামূলক, কোভিড-১৯ ভাইরাসের সংক্রমণ রুখতে মেনে চলতে হবে সমস্ত করোনা-সতর্কতা। প্রসঙ্গত, এই ধর্মীয় স্থান খোলা নিয়েই গত অক্টোবর মাসে মুখ্যমন্ত্রীকে কড়া চিঠি দিয়েছিলেন রাজ্যপাল ভগৎ সিং কোশিয়ারি। পাল্টা রাজ্যপালকেও চিঠি লিখেছিলেন উদ্ধব ঠাকরে। অবশেষে মহারাষ্ট্রে খুলে দেওয়া হল ধর্মীয় স্থান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *