BRAKING NEWS

পূর্ব লাদাখ নিয়ে সংসদে পূর্ণাঙ্গ আলোচনা চায় কংগ্রেস

নয়াদিল্লি, ১৫ সেপ্টেম্বর (হি. স.): পূর্ব লাদাখে চিনা আগ্রাসন নিয়ে আলোচনার দাবিতে সংসদ অধিবেশন শুরু হওয়ার পর থেকেই সরব হয়ে আসছিল কংগ্রেস। সোমবার কেন্দ্রের তরফ থেকে জানানো হয়েছিল যে মঙ্গলবার পূর্ব লাদাখের পরিস্থিতি নিয়ে বক্তব্য রাখবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং।কিন্তু কেন্দ্রের এই প্রস্তাব মেনে নিতে চাইছে না কংগ্রেস।তাদের দাবি চিনা আগ্রাসন নিয়ে পূর্ণাঙ্গ আলোচনার আয়োজন করা হোক।এই বিষয়ে শুধুমাত্র প্রতিরক্ষামন্ত্রীর বয়ান পর্যাপ্ত নয় বলে দাবি করেছেন কংগ্রেসের মুখ্য সচেতক কে সুরেশ।মঙ্গলবার বর্ষীয়ান এই কংগ্রেস নেতার দাবি পূর্ব লাদাখ প্রসঙ্গে পূর্ণাঙ্গ আলোচনা করা উচিত সংসদের ভেতরে। এমনটা হলে সমস্ত বিষয়টা স্পষ্ট হয়ে উঠবে। বিষয়টি নিয়ে সার্বিক আলোচনা না হলে দেশবাসীর কাছে একটা অস্পষ্টতার ছাপ রেখে যাবে।


উল্লেখ করা যেতে পারে সোমবার কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী পূর্ব লাদাখ প্রসঙ্গ লোকসভায় আলোচনা করতে চেয়ে ছিলেন। কিন্তু কংগ্রেস নেতার এই দাবিকে খারিজ করে দেন অধ্যক্ষ। অধীরবাবু জানিয়েছিলেন যে ভারতীয় সেনাবাহিনীর প্রতি কংগ্রেসের পূর্ণ আস্থা রয়েছে কিন্তু পূর্ব লাদাখের ঘটনা সম্পর্কে জানার অধিকার দেশবাসীর রয়েছে। তাই এর পূর্ণাঙ্গ আলোচনা হওয়া দরকার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *