BRAKING NEWS

মোদির জন্মদিন উপলক্ষে বিজেপির সপ্তাহব্যাপী কর্মসূচি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৪ সেপ্ঢেম্বর৷৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আগামী ১৭ সেপ্ঢেম্বর ৭০ তম জন্ম দিন৷ এই উপলক্ষ্যে বিজেপি কেন্দ্রীয় কমিটির নির্দেশ মোতাবেক ১৪ সেপ্ঢেম্বর থেকে আগামী ২০ সেপ্ঢেম্বর পর্যন্ত সেবা সপ্তাহ পালনের সিদ্ধান্ত নিয়েছে৷ অনুরূপ ভাবে এই সেবা সপ্তাহে বিভিন্ন কর্মসূচী হাতে নিয়েছে প্রদেশ বিজেপি৷ সাতটি মোর্চায় বিভিন্ন কর্মসূচী প্রতিদিন সংগঠিত করা হবে৷ মহিলা মোর্চার উদ্যোগে আগামী ১৭ সেপ্ঢেম্বর ৬০ টি মণ্ডলের ৭০ টি স্থানে স্বচ্ছ ভারত অভিযান সংগঠিত করা হবে৷ একই সঙ্গে এদিন মহিলা মোর্চার উদ্যোগে ৭০ টি স্থানে ৭০ টি করে প্রধানমন্ত্রীর মঙ্গলার্থে প্রদীপ প্রজ্বলিত করা হবে৷ ১৪ থেকে ২০ সেপ্ঢেম্বর পর্যন্ত যুব মোর্চা ৭০ টি স্থানে ৭০ টি করে রক্তদান শিবির সংগঠিত করবে৷ কিষান মোর্চার উদ্যোগে ১৪ সেপ্ঢেম্বর থেকে ২০ সেপ্ঢেম্বর পর্যন্ত এই রাজ্যের ৭০ টি স্থানে ৭০ জন কৃষকের মধ্যে কীট নাশক, সার , ওষুধ, বীজ সহ অন্যান্য সামগ্রী তুলে দিয়ে সহায়তা করবে৷ এস সি মোর্চা আগামী ১৭ সেপ্ঢেম্বর ৭০ টি স্থানে বৃক্ষ রোপণ কর্মসূচী পালন করবে৷

এস টি মোর্চা এ ডি সি অন্তর্গত সমস্ত জায়গায় জনজাতি অংশের মানূশে কাছে খাদ্য সামগ্রী বিতরণ করবে আগামী ২০ সেপ্ঢেম্বর পর্যন্ত৷ মাইনোরিটি মোর্চা বস্তী এলাকায় শিশূদের মধ্যে খাতা কলম বিতরণ করার উদ্যোগ নিয়েছে৷ ওবিসি মোর্চা উড্যোগ নিয়েছে রাজ্যের সমস্ত হাসপাতাল ও বৃদ্ধা শ্রম গুলিতে মাস্ক , স্যানিটাইজার ও ফল বিতরণ করার৷ আই টি সেল ৭০ টি স্থানে প্রচার ও স্লাইড শোর মাধ্যমে প্রধানমন্ত্রী কি কি উদ্যোগ গ্রহণ করেছে তা জন সমক্ষে নিয়ে আসার উদ্যোগ গ্রহণ করেছে৷ তাছাড়াও রাজ্যের যাদের চশমার প্রয়োজন রয়েছে তাদের মধ্যে চশমা বিতরণের উদ্যোগ নেওয়া হয়েছে৷ আগামী ১৭ সেপ্ঢেম্বর দিব্যাংনদের মধ্যে চলন সামগ্রী বন্টন করার উদ্যোগ নেওয়া হয়েছে প্রধানমন্ত্রীর জন্ম দিনকে সামনে রেখে৷ সোমবার প্রদেশ বিজেপি কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করে এই কথা জানান বিজেপি-র প্রদেশ সহ- সভাপতি রাজীব ভট্টাচার্য৷

সোমবার থেকে এই কর্মসূচী শুরু হয়ে গেছে৷ যুব মোর্চার উদ্যোগে স্বাবলম্বন কমপ্লেক্সে রক্তদান শিবির অনুষ্ঠিত হয়৷ ১৫ সেপ্ঢেম্বর মহিলা মোর্চার উদ্যোগে চন্দ্রপুর আই এস বি টি-তে স্বচ্ছ ভারত অভিযান সংগঠিত করা হবে৷ ১৬ সেপ্ঢেম্বর কিষান মোর্চার উদ্যোগে কমলাসাগর বিধানসভায় কৃষি সামগ্রী বিতরণ করা হবে৷ ১৭ সেপ্ঢেম্বর এস সি মোর্চার উদ্যোগে খয়েরপুরে হবে বৃক্ষ রোপণ কর্মসূচী৷ ১৮ সেপ্ঢেম্বর গোলাঘাটি বিধানসভার গাবর্দীতে হবে ত্রান বন্টন কর্মসূচী৷ কোভীড পরিস্থিতিতে যারা উপার্জনশীল ব্যক্তি রয়েছে তারা যদি করোনা আক্রান্ত হয় তাহলে সেই পরিবারকে সরকারী ভাবে ১৫০০ টাকা দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে৷ পাশাপাশি তাদের জন্য সেবা সপ্তাহে দুঃস্থ পরিবার গুলির পাশে থেকে খাদ্য সামগ্রী বিতরণের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান বিজেপি-র প্রদেশ সহ- সভাপতি রাজীব ভট্টাচার্য৷ এই ধরনের একাধিক কর্মসূচীর ঘোষণা দেন তিনি৷ ডাক্তার সেলের উদ্যোগে জিবির বাইরে একটি জায়গায় তারা সকাল ৮ টা থেকে রাত ৮ টা পর্যন্ত বসে সহায়তা করবেন৷ মঙ্গলবার থেকে এই সহায়তা কেন্দ্র চালু হবে বলে জানান তিনি৷ এদিনের সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন বিজেপি-র রাজ্য সাধারন সম্পাদিকা পাপিয়া দত্ত, মাইনোরিটির মোর্চার প্রভারী জসিম উদ্দিন, মহিলা মোর্চার সদস্যা নীলিমা ঘোষ৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *