নয়াদিল্লি, ২৩ আগস্ট (হি.স.) : বৃহস্পতিবার পুরনো যাবতীয় পাওনা মিটিয়ে দিল এয়ার ইন্ডিয়া কর্তৃপক্ষ৷ সোমবার থেকে সব বকেয়া মিটিয়ে দেওয়ার প্রক্রিয়া শুরু হয়৷ বিমান চালকদের দীর্ঘদিনের অভিযোগ, তাঁরা বিমান ভাতা পাচ্ছেন না৷ সেই অভিযোগ থেকে ক্ষোভ ছড়াচ্ছিল৷ অবশেষে উড়ান পরিষেবা বন্ধ করে দেওয়ার হুমকি দেওয়া হয়৷ এদিন সংস্থার এক উর্দ্ধতন আধিকারিক জানান, বিমান চালকদের উড়ান ভাতা সমেত যাবতীয় বকেয়া মিটিয়ে দেওয়া হয়েছে৷ জুন মাসের বেতন আগস্ট মাসে পেলেও কিছু বকেয়া ছিল৷ সেগুলি মেটানো হল সংস্থার পক্ষ থেকে৷ ওই আধিকারিক আরও বলেন ধীরে ধীরে স্বাভাবিক হবে পরিস্থিতি৷ বিমান চালকদের সহযোগিতা আশা করে এই উড়ান সংস্থা৷
এর আগে, ইন্ডিয়ান কমার্শিয়াল পাইলটস অ্যাসোসিয়েশন বা আইসিপিএ জানায়, যদি তাঁদের বকেয়া বেতন মিটিয়ে দেওয়া না হয়, তবে অধিকাংশ উড়ান বন্ধ করে দেওয়া হবে৷ তাঁদের অভিযোগ, ক্রমাগত বেতন দেওয়ার আশ্বাস দেওয়া হলেও, তা দেওয়া হচ্ছে না৷ তাদের অন্যান্য ভাতাও বন্ধ করে দেওয়া হয়েছে বলে অভিযোগ ছিল পাইলট ও কেবিন ক্রুদের৷ এই ভাবে বিষয়টি নিয়ে অবহেলা করা হলে, তারা কাজ বন্ধ করে দেবেন বলে জানিয়ে ছিলেন৷