নয়াদিল্লি, ১৩ আগস্ট (হি.স.): বিনা প্রতিদ্বন্দ্বিতায় ত্রি-স্তর পঞ্চায়েতের ১৮ হাজারেরও বেশি আসনে জয়ী প্রার্থীদের ভবিষ্যৎ এখনও ঝুলে রয়েছে। গত ৬ আগস্ট পঞ্চায়েত মামলা নিয়ে শীর্ষ আদালতে শুনানি হওয়ার কথা ছিল। কিন্তু, ওই দিন বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় সুপ্রিম কোর্টে উপস্থিত ছিলেন না। তাই পঞ্চায়েত মামলার শুনানি স্থগিত রাখা হয়। সোমবার সুপ্রিম কোর্টে পঞ্চায়েত মামলার ফের শুনানি রয়েছে। প্রধান বিচারপতি দীপক মিশ্র, বিচারপতি এএম খানউইলকর এবং বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চে এই মামলার শুনানি হবে। পঞ্চায়েত ভোটে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী প্রার্থীদের ভাগ্য এদিনই নির্ধারিত হয়ে যাবে বলে মনে করা হচ্ছে।
রাজ্য নির্বাচন কমিশনের হিসেবে ত্রিস্তর পঞ্চায়েতের প্রায় ৩৪ শতাংশ আসনে কোনও প্রতিদ্বন্দ্বিতাই হয়নি। বিরোধীদের অভিযোগ ছিল, তারা শাসক দলের সন্ত্রাসের জন্য ওই আসনগুলিতে প্রার্থী দিতে পারেনি। সেই অভিযোগ নিয়েই বিরোধীরা সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়। মামলার শুনানির সময় প্রধান বিচারপতির বেঞ্চ জানিয়ে দেয়, যেসব আসনে কোনও লড়াই হয়নি, সেই সব আসনের ফলাফল প্রকাশ করা যাবে না। বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী প্রার্থীদের ভবিষ্যৎ এখনও ঝুলে রয়েছে। সোমবারের শুনানিতে শীর্ষ আদালত কি নির্দেশ দেয়, সে দিকেই নজর পশ্চিমবঙ্গবাসীর।