বাঁকুড়া, ১১ আগস্ট (হি.স.) : বাঁকুড়ায় বিষ খাইয়ে যুবককে হত্যার অভিযোগে ধৃত স্ত্রী ও শ্যালককে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন বাঁকুড়া আদালত। শনিবার ধৃতদের আদালতে তোলা হয়। মৃত বিবেকানন্দ ঘোষের পরিবারের পক্ষ থেকে স্থানীয় থানায় অভিযোগ দায়ের করার পর পুলিশ গতকাল স্ত্রী পূর্ণিমা ঘোষ ও শ্যালক রমেশ ঢাঙকে গ্রেফতার করে ।
রাণিগঞ্জের অন্ডালের বিবেকানন্দ ঘোষের সাথে বাঁকুড়া জেলার গঙ্গাজলঘাটি খটিয়ালের পূর্ণিমার বিয়ের পর থেকে মনোমালিন্য শুরু হয় ।মাঝে মাঝেই অশান্তির জেরে পূর্ণিমা বাপের বাড়ি চলে আসতো। ঘটনার দু দিন আগে পূর্ণিমা বাপের বাড়ি চলে আসায় বিবেকানন্দ বাবু স্ত্রী ও সন্তানের সঙ্গে দেখা করতে গংগাজলঘাটি আসেন ।বৃহস্পতিবার পূর্ণিমা দেবী শ্বশুর বাড়িতে ফোন করে জানায় যে তার স্বামী খুব অসুস্থ হয়ে বাঁকুড়া মেডিক্যাল কলেজে ভর্তি হয়েছেন ।খবর পেয়ে বিবেকানন্দ বাবুর পরিবারের লোকজন বাঁকুড়া হাসপাতালে এসে দেখেন সে মৃত ।তার শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন দেখে তারা নিশ্চিন্ত হন যে তাকে মারধর করা হয়েছে ।তারপর তাকে বিষ খাওয়ানো হয় বলে তার পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয় ।এই ঘটনার পর গঙ্গাজলঘাটির খটিয়ালে উত্তেজনা ছড়িয়ে পড়েছে ।