নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩ আগস্ট৷৷ ছলচাতুরি করে কলকাতায় নিয়ে যাওয়ার উদ্দেশে যোগেন্দ্রনগর থেকে এক মহিলাকে নিয়ে যাওয়ার পথে আগরতলা বিমানবন্দরে এসে সিআইএসএফ-এর কাছে ধরা পড়েছে এক ব্যক্তি৷ আটক ব্যক্তির নাম ফিরন মিয়াঁ৷ তার বাড়ি মহারানির হিরাপুর এলাকায়৷ সিআইএসএফ জানিয়েছে, চেকআপের সময় ফিরন মিয়াঁর চালচলনে তাঁদের সন্দেহ হয়৷ শুধু তাই নয়, তার কথাবার্তায়ও অসংলগ্ণতা ধরা পড়ায় সিআইএসএফ তাকে আটক করে এবং জিজ্ঞাসাবাদ করতে থাকে৷ জিজ্ঞাসাবাদে তার কথাবার্তায় অসংলগ্ণতা ধরা পড়লে বিমানবন্দর কর্তৃপক্ষের মাধ্যমে ফিরন মিয়াঁ এবং তার সঙ্গী মহিলাকে এয়ারপোর্ট থানার পুলিশ হাতে তুলে দেয় সিআইএসএফ৷ এ ঘটনায় ফিরন মিয়াঁকে কঠোর শাস্তির দাবি জানানো হয়েছে৷ কিছুক্ষণ পর এয়ারপোর্ট থানা থেকে ফিরন মিয়া এবং তার সঙ্গী মহিলাকে আগরতলার পূর্ব মহিলা থানায় নিয়ে আসা হয়৷ এর পর তাদের জিজ্ঞাসাবাদ করা হয়৷ জিজ্ঞাসাবাদের সময় মহিলা জানায়, বিমানবন্দর দেখবে বলে তাকে যোগেন্দ্রনগর থেকে তুলে এনেছে ফিরন৷ তিনি অভিযুক্ত ফিরনের বিরুদ্ধে পূর্ব মহিলা থানার ভারতীয় দণ্ডবিধির ৪১৭, ৩৬৬ ধারায় ৭০/১৮ নম্বরে এক মামলা দায়ের করা হয়৷ বর্তমানে ফিরন পুলিশের হেফাজতে আছে বলে জানা গেছে৷
2018-08-04