কলকাতা, ৩ আগস্ট, (হি.স.): রাজ্যে স্থায়ী নার্স নিয়োগের দাবিতে শুক্রবার সল্টলেকের সেক্টর ফাইভের স্বাস্থ্য ভবনে বিক্ষোভ দেখালেন অস্থায়ী নার্সরা । ১১ দফা দাবি নিয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিভাগের অধিকর্তা অজয় চক্রবর্তীর কাছে ডেপুটেশন দেন তাঁরা । দাবি পূরণ না হলে তারা ফের বৃহত্তর আন্দোলনে নামাবেন বলে হুন্সিয়ারী দিয়েছেন ।
নার্সেস ইউনিটের অভিযোগ, রাজ্যের নার্সিং কর্মচারীর অভাব রয়েছে কিন্তু কর্তৃপক্ষ স্থায়ী পদে নার্সদের নিয়োগ করছে না । ২০১৪-১৫ সালের জেনেরিক বিএসসি ডিগ্রি নার্সিং প্রশিক্ষিতদের অনেকেই নিয়োগ এর সুযোগ পাননি । আবার ৮৩ শতাংশ থেকে ৬০শতাংশ নম্বর প্রাপ্ত জিএনএম ডিপ্লোমা প্রশিক্ষিতদের নিয়োগ করা হয়নি । তাদের দাবি, জিএনএম ডিপ্লোমা ও জেনেরিক বিএসসি ডিগ্রি নার্সিং প্রশিক্ষিত নার্সদের অবিলম্বে স্থায়ী পদে নিয়োগ করতে হবে । রোগী পরিবারের স্বার্থে শিক্ষাগত যোগ্যতা ও প্রশিক্ষণের ভিত্তিতে উপযুক্ত স্থায়ী পদে ডিপ্লোমা ও ডিগ্রি প্রাপ্ত নার্সদের অবিলম্বে নিয়োগ করতে হবে ।
নার্সদের ১১ দফা দাবির মধ্যে আছে, জেনেরিক বিএসসি ডিগ্রি নার্সিং প্রশিক্ষণপ্রাপ্ত যে সমস্ত নার্সদের গ্রেড ‘টু’স্টাফ নার্স পদে নিয়োগ করা হয়েছে তাদের অবিলম্বে নূন্যতম দুটি ইনক্রিমেন্ট দিতে হবে এবং সর্বোচ্চ তিন বছর বাদে গ্রেড ওয়ান ‘টু’ পদে পদোন্নতি করতে হবে । নার্সিং কর্মচারীদের বয়স ৫০ বছর হলে নাইট ডিউটি থেকে অব্যহতি দিতে হবে । রোগী পরিসেবায় সুষ্ঠ কাজের পরিবেশ ও উন্নত মানের হাসপাতাল পরিকাঠামোর ব্যবস্থা করতে হবে । চুক্তি প্রথা বাতিল করে সমস্ত স্তরের স্বাস্থ্য কর্মীদের স্থায়ী পদে নিয়োগ করতে হবে । সরকারি নির্দেশিকা অনুযায়ী নাইট ডিউটির সপ্তাহে নাইট অফ সহ ২৪ ঘন্টার সাপ্তাহিক অফ থেকে বঞ্চিত করা যাবে না । এছাড়াও আরো বেশ কয়েকটি দাবিও তারা পেশ করে ।
শুক্রবার স্বাস্থ্য ভবনের পাশে তারা অবস্থান বিক্ষোভ করে । পরে তাদের ৪ জনের একটি প্রতিনিধি দল স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিভাগের স্বাস্থ্য অধিকর্তা অজয় চক্রবর্তীর কাছে ডেপুটেশন জমা দেন । অপ্রীতিকর ঘটনা এড়াতে স্বাস্থ্য ভবনে মোতায়ন ছিল বিধান নগর ইলেকট্রনিকস কমপ্লেক্স থানার বিশাল পুলিশ বাহিনী ।