অসমে নাগরিকপঞ্জীর খসড়ার প্রতিবাদে বাংলায় মতুয়াদের রেল অবরোধ, দুর্ভোগে যাত্রীরা

কলকাতা, ১ আগস্ট (হি.স.) : অসমে নাগরিকপঞ্জীর খসড়া ইস্যুতে প্রতিবাদে সামিল হল বাংলার মতুয়া মহাসংঘ। দিলীপ ঘোষের মন্তব্যের বিরোধীতে করে বুধবার সকাল থেকে রেল অবরোধ করেন বাংলার মতুয়া মহাসংঘের সমর্থকরা।আটকে পড়েছে একাধিক ট্রেন। দুর্ভোগে পড়েন যাত্রীরা।

এদিন সকাল থেকেই শিয়ালদহ- বনগাঁ রেল শাখার ঠাকুরনগর, বনগাঁ, চাঁদপাড়া । অন্যদিকে হাসনাবাদ- শিয়ালদহ রেল শাখার ভ্যাবলা, সান্ডেলিয়া স্টেশনে, বারাসাত-শিয়ালদহ শাখায় বারাসাত, মধ্যমগ্রাম, নিউ ব্যারাকপুর রেল স্টেশানে ট্রেন অবরোধ করে বিক্ষোভ দেখাতে শুরু করে মতুয়া মহাসংঘের সমর্থকেরা । মধ্যমগ্রাম স্টেশনে বেশ কিছুক্ষণ চলে এই অবরোধ। ৮টা ৫৪ মিনিটের মধ্যমগ্রাম লোকাল ছাড়ার আগে পর্যন্ত এই অবরোধ চলে। এরপর মধ্যমগ্রাম লোকাল মধ্যমগ্রাম ছেড়ে নিউ ব্যারাকপুর যেতেই সেখানেও শুরু হয় অবরোধ। সব জায়গায় প্রতীকী অবরোধ হলেও, এর জেরে ব্যাহত হয়েছে আপ ও ডাউন রেল পরিষেবা। একাধিক জায়গায় রেললাইনে ব্যান্ড বাজিয়ে অবরোধ পালন করছে মতুয়া মহাসংঘের সদস্যরা। বিভিন্ন রেল স্টেশনে দফায় দফায় ট্রেন অবরোধের ফলে চরম দুর্ভোগের মধ্যে পড়েন নিত্যযাত্রীরা। অফিস টাইমে ট্রেন বন্ধ থাকার জন্য স্কুল কলেজের ছাত্র ছাত্রীরাও গন্তব্যস্থলে পৌছাতে পারছেন না।

প্রসঙ্গত, অসমে নাগরিকপঞ্জীর চূড়ান্ত খসড়া প্রকাশ প্রসঙ্গে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেন, \”বিজেপি যদি কোনওদিন বাংলায় ক্ষমতায় আসে তাহলে নাগরিকপঞ্জী করে গলাধাক্কা দিয়ে সব কটাকে বাংলাদেশে পাঠাবে। যাঁরা চিৎকার করছেন তাঁরা অপেক্ষা করুন। যাঁরা তাঁদের সমর্থন করবেন তাঁদেরও গলাধাক্কা দেওয়া হবে।\” এরপরই বিধানসভায় খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক এক সাংবাদিক বৈঠক করে বলেন,\”আজ প্রথমে একটি প্রতীকী রেল অবরোধ করা হবে। পাশাপাশি ডেপুটেশন জমা দেওয়া হবে তিনটি জায়গায়। এরপর তিনদিন অপেক্ষা করে দেখা হবে। যদি কোনও পদক্ষেপ নেওয়া না হয়, তারপর পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।’’ পালটা মুখ্যমন্ত্রী ও জ্যোতিপ্রিয়কে কটাক্ষ করে দিলীপ ঘোষ বলেন,\”তাঁদের উপদেষ্টা এমন লোক যাঁরা মতুয়া নন। মমতা ব্যানার্জি ও জ্যোতিপ্রিয় মল্লিক কোনও দিনই মতুয়া হবেন না। এই জালি মতুয়ারাই মতুয়াদের সবচেয়ে বড় বিপদ। মমতা বন্দ্যোপাধ্যায় কোনওদিন মতুয়াদের নাগরিকত্বের কথা ভাবেননি। এখন মুখে বড় বড় কথা বলছেন। এদের কাছ থেকে মতুয়ারা যেন সরে আসে।\” এরপরেই দিলীপ ঘোষের মন্তব্যের বিরোধিতা করে এদিন সকাল থেকে রেল অবরোধ করেন বাংলার মতুয়া মহাসংঘের সমর্থকরা |

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *