নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৫ জুলাই৷৷ আজ প্রজ্ঞাভবনের ২ নং হলে ইভেন্ট অন ওমেন ইন এভিয়েশন ইন্টারন্যাশনাল শীর্ষক সেমিনারের সূচনা ক রেন রাজ্যপাল তথাগত রায়৷ গার্লস ইন সেমিনারে সংস্থার কনভেনর অম্বালিকা সাইকিয়া ও আগরতলা বিমানবন্দরের অধিকর্তা এস ডি বর্মণ উপস্থিত ছিলেন৷ আলোচনায় রাজ্যপাল সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে এই ধরনের রেল ও সড়ক পরিষেবার তুলনায় বিমানযোগে পরিবহন পরিষেবার দুরন্ত গতিতে বৃদ্ধি হয়েছে৷ তিনি বলেন, ভারতবর্ষের অন্য যে কোনও অঞ্চলের তুলনায় উত্তর পূর্বাঞ্চলের ক্ষেত্রে বিমান সেবার সুযোগ বেশি৷ তাই এখানে অনেক বিমানবন্দর রয়েছে৷ ছোট্ট এই ত্রিপুরাতেও একাধিক বিমানবন্দর আছে, তার মধ্যে বর্তমানে একটি চালু রয়েছে৷ তাই এই অঞ্চল থেকে মেয়েরা বিমান সেবায় সহজে পেশাগতভাবে নিয়োজিত হতে পারে৷ বর্তমানে বৈমানিকতায় নানান ধরনের পেশা রয়েছে৷ তিনি বলেন, বিমান সেবা একটি ছাতার মতো, যার নীচে রয়েছে অনেক ধরনের চাকরির সুযোগ৷ তিনি এই ধরনের পেশায় মহিলা বা মেয়েদের আরও বেশি অংশগ্রহণের প্রয়োজন রয়েছে বলে মনে করেন৷ আজকের সেমিনারে অংশগ্রহণকারী ছাত্রীদের বিমান সেবায় উৎসাহ বাড়ানোর জন্য তিনি বিখ্যাত মহিলা যার বিমান পেশার সাথে সম্পর্কিত যেন এমিলিয়া ইয়ারবার্ট, ঊষা সুন্দরম, কল্পনা চাওলা (নভশ্চর) দের কথা বলেন৷ আলোচনা শেষে রাজ্যপাল সেমিনারে অংশগ্রহণকারী ছাত্রীদের হাতে শংসাপত্র তুলে দেন৷ সেমিনারে স্বাগত ভাষণ রাখেন আগরতলা বিমানবন্দরের অধিকর্তা এস ডি বর্মণ৷ তিনি বলেন, এই ধরনের পেশায় পাইলট, ক্যাপ্ঢেন ছাড়াও সিভিল, মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, টেলি কমিউনিকেশন, এয়ার ট্রাফিক কন্ট্রোল ইত্যাদি নানান ক্ষেত্র রয়েছে৷ ভারতবর্ষের ৯০ শতাংশ বিমান সেবা হলো অসামরিক বিমান সেবা৷ তিনি বলেন, প্রতি বছর এর পরিসর বিস্তৃত হচ্ছে৷ এছাড়াও আলোচনা করেন সংস্থার কনভেনর অম্বালিকা সাইকিয়া৷
2018-07-26