
উত্তর কাশ্মীরের বারামুলা, দক্ষিণ কাশ্মীরের ত্রাল, মধ্য কাশ্মীরের বাদগাঁম, গান্দেরবালে এই বনধের প্রভাব পড়ে। এই বনধের জেরে ট্রেন পরিষেবা ব্যহত হয় ।আগামীকালেও এই ধর্মঘট জারি থাকবে। বিচ্ছিন্নতাবাদী সংগঠন দুখতারান-ই-মিলাতের প্রধান আসিয়া আন্দ্রাবির এবং তার দুই সহযোগীকে কাশ্মীর থেকে গ্রেফতার করে দিল্লির স্থানান্তর করার জন্য এই সাধারণ ধর্মঘটের ডাক দেওয়া হয়। দেশবিরোধী কার্যকলাপের সঙ্গে যুক্ত থাকার জন্য আসিয়া আন্দ্রাবির এবং তার দুই সহযোগীকে কাশ্মীর থেকে দিল্লি স্থানান্তর করে এনআইএ। অন্যদিকে যে বিচ্ছিনতাবাদী সংগঠন এই ধর্মঘটের ডাক দিয়েছে এদিন সেই জয়েন্ট রেসিস্টেন্স লিডারশিপের সঙ্গে যুক্ত রয়েছেন সৈয়দ আলি শাহ গিলানি, মীরওয়াজ মৌলবী ওমর ফরুক এবং মহম্মদ ইয়াসিন মালিক। এরা প্রত্যেকেই এখন গৃহবন্দি রয়েছেন।