শ্রীনগর, ৬ জুন (হি.স.): উত্তর কাশ্মীরের হাজিন এলাকায় সেনাবাহিনীর ক্যাম্পে গ্রেনেড হামলা চালানোর দায় স্বীকার করল লস্কর-ই-তৈবা (এলইটি) জঙ্গি সংগঠন| লস্কর-ই-তৈবা (এলইটি)-র মুখপাত্র ড. আবদুল্লাহ গজনভি জানিয়েছে, হাজিনে সেনবাহিনীর ক্যম্পে ‘ফিঁদায়ে হামলা’ চালিয়েছে লস্কর-ই-তৈবা| আবদুল্লাহ আরও দাবি করেছে, ফিঁদায়ে হামলায় মৃত্যু হয়েছে তিনজন সৈনিকের| যদিও, পুলিশ ও সেনাবাহিনীর দাবি, সন্ত্রাসবাদী হামলায় প্রাণহানির কোনও খবর নেই|
মঙ্গলবার রাতে উত্তর কাশ্মীরের বান্দিপোরার হাজিনে সেনাবাহিনীর ক্যাম্প লক্ষ্য করে গ্রেনেড হামলা চালায় সন্ত্রাসবাদীরা| গ্রেনেড ছোড়া হয় পুলিশ শিবিরেও| পুলিশ সূত্রের খবর, সন্ত্রাসবাদীদের চার থেকে ছ’জনের ওই দলটি দু’টি ভাগে ভাগ হয়ে ১৩ রাষ্ট্রীয় রাইফেলের শিবিরে হামলা চালায়| একই সঙ্গে হাজিন থানা লক্ষ্য করেও গ্রেনেড ছোড়ে| পাল্টা প্রত্যাঘাত করে নিরাপত্তা বাহিনীও| ওই দিনই বারামুল্লার সোপোরেও সেনাবাহিনীর গাড়ি লক্ষ্য করে হামলা চালানো হয়| ইম্প্রোভাইসড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) বিস্ফোরণে ভালোরকম ক্ষতিগ্রস্ত হয়েছে গাড়িটি|