টানা আট দিনের স্বস্তি, ক্রমশই নিম্নমুখী পেট্রোল ও ডিজেলের মূল্য

নয়াদিল্লি ও কলকাতা, ৬ জুন (হি.স.): দীর্ঘ ১৬ দিনের অস্বস্তির পর, টানা আট দিনের প্রবল স্বস্তি| পেট্রোল-ডিজেলের মূল্য ক্রমশই নিম্নমুখী| বুধবার সকাল ছ’টা থেকে দিল্লি, কলকাতা, মুম্বই ও চেন্নাইয়ে যথাক্রমে, ১১ পয়সা, ১০ পয়সা, ১১ পয়সা এবং ১২ পয়সা করে কমল পেট্রোলের দাম| পাশাপাশি দিল্লি সহ চার মেট্রো সিটিতে ডিজেলের দাম কমেছে যথাক্রমে, ৮ পয়সা (দিল্লি), ৮ পয়সা (কলকাতা), ৮ পয়সা (মুম্বই) এবং ৮ পয়সা (চেন্নাই)|এই নিয়ে টানা আট দিন পেট্রোলের দাম কমলেও, ডিজেলের দাম কমেছে সাত দিন| প্রসঙ্গত, গত আট দিনের মধ্যে শুধুমাত্র গত রবিবার ডিজেলের দাম কমেনি গোটা দেশজুড়ে|

গত ২৯ মে পর্যন্ত, একটানা ১৬ দিন লাগাতার ঊর্ধ্বমুখী ছিল পেট্রোল-ডিজেলের দাম| কিন্তু, ৩০ মে থেকে সামান্য হলেও, ধীরে ধীরে নিম্নমুখী পেট্রোপণ্যের দাম| এক-দু’দিন নয়, একটানা আট দিন পেট্রোল ও ডিজেলের দাম নিম্নমুখী| স্বাভাবিকভাবেই স্বস্তির নিঃশ্বাস ফেলছেন দেশবাসী| নতুন মূল্য অনুযায়ী কলকাতায় ১ লিটার পেট্রোলের দাম ৮০.৩৭ টাকা|দিল্লিতে পেট্রোলের নতুন দাম লিটার পিছু ৭৭ টাকা ৭২ পয়সা, মুম্বইতে পেট্রোলের নতুন দাম ৮৫ টাকা ৫৪ পয়সা| পাশাপাশি চেন্নাইতে পেট্রোলের নতুন মূল্য হল ৮০ টাকা ৬৮ পয়সা| এছাড়াও কলকাতা, দিল্লি, মুম্বাই ও চেন্নাইয়ে ডিজেলের দাম যথাক্রমে, ৭১.৩৫ টাকা (কলকাতা), ৬৮.৮০ টাকা (দিল্লি), ৭৩.২৫ টাকা (মুম্বই) এবং ৭২.৬৪ টাকা (চেন্নাই)|

প্রসঙ্গত, গত ২৯ মে পর্যন্ত, একটানা ১৬ দিন লাগাতার ঊর্ধ্বমুখী ছিল পেট্রোল-ডিজেলের দাম| পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধির প্রভাব পড়ছিল নিত্য প্রয়োজনীয় জিনিসের দামের উপর| স্বাভাবিক ভাবেই পকেটে টান পড়ছিল আম জনতার| পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধি নিয়ে সরব হয়েছিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও| অবশেষে আমজনতাকে স্বস্তি দিয়ে টানা ছ’দিন ক্রমশই নিম্নমুখী পেট্রোল-ডিজেলের দাম|

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *