নিজস্ব প্রতিনিধি, কমলাসাগর, ৩০ ডিসেম্বর৷৷ শনিবার হরিশনগর ২নং গেইট সংলগ্ণ এলাকায় ট্রাকের ধাক্কায় প্রাণ হারিয়েছেন এক গৃহবধূ৷ সংবাদ সূত্রে জানা যায়, গৃহবধূ প্রিয়াঙ্কা সেন (২৫) ও স্বামী রতন সেন ছোট মেয়েকে নিয়ে বাইকে করে বড় মেয়ের পরীক্ষার ফলাফল জানতে যায় বেসরকারী সুকলে৷ মেয়ের ফলাফল নিয়ে বাড়ি যাওয়ার পথে এনএল-০১- এম-১৯৩০ নম্বরের একটি ট্রাক বাইকের পিছন দিকে থেকে ধাক্কা দেয়৷ ঘটনাস্থলে বাইক থেকে ছিটকে পড়ে যায় তিনজনই৷ ঘটনায় প্রাণ হারায় গৃহবধূ প্রিয়াঙ্কা৷ মেয়ে ও স্বামীর আঘাতও গুরুতর৷ জানা যায় প্রিয়াঙ্কার স্বামী রতন সেন টিএসআর ১১ নম্বর ব্যাটিলেয়ানের রাইফেলম্যান৷ তাদের বাড়ী বিলোনীয়ায়৷ কর্মসূত্রে টিএসআর ১১নম্বর ব্যাটেলিয়ানের কোয়ার্টারে থাকত৷ ঘটনাস্থলে ছুটে আসে বিশালগড় থানার পুলিশ৷ সেখান থেকে মেয়ে ও স্বামীকে বিশালগড় মহকুমার হাসপাতালে চিকিৎসাধিন৷ গৃহবধূকে বিশালগড় মহকুমার হাসপাতালের মর্গে নিয়ে যাওয়া হয়৷ কিন্তু লড়ির চালক পুলিশে হাতের নাগালে আসেনি৷ এলাকায় শোকের ছায়া নেমে আসে৷ পুলিশ গাড়িটি আটক করেছে৷ তবে ট্রাক চালক দূর্ঘটনার পরপরই ঘটনাস্থল থেকে পালিয়ে গিয়েছে বলে খবর৷ পুলিশ মামলা নিয়ে তদন্ত শুরু করেছে৷
2017-12-31