সিডনি, ৩১ ডিসেম্বর (হি.স.): বর্ষবরণের আনন্দ পরিণত হল বিষাদে | অস্ট্রেলিয়ার মর্মান্তিক সি প্লেন দুর্ঘটনা নিহত ছয়জন ৷ রবিবার দুর্ঘটনাটি ঘটে হাওকেলবাড়ি নদীতে | এই ঘটনায় এখনও পর্যন্ত তিনজনের মৃতদেহ উদ্ধার হয়েছে বলে জানা যাচ্ছে৷
ইতিমধ্যেই ২০১৮ সালকে স্বাগত জানিয়েছে অস্ট্রেলিয়া | তার আগে বর্ষবরণের আনন্দ পরিণত হল বিষাদে | এক মর্মান্তিক সি প্লেন দুর্ঘটনায় নিহত হল ছয়জন ৷ অস্ট্রেলিয়ার হাওকেলবাড়ি নদী ৷ আচমকাই সিঙ্গেল ইঞ্জিনের একটি এয়ারক্রাফ্ট জলে উল্টে এই দুর্ঘটনা ঘটে যায়৷ সেই সিপ্লেনেই ছিলেন ছয়জন ৷ নদীর জল এতটাই গভীর ছিল যে একজনকেও বাঁচানো যায়নি ৷ এখনও অবধি তিনজনের মৃতদেহ উদ্ধার হয়েছে বলে জানা যাচ্ছে৷
বর্ষবরণের উন্মাদনা বিদেশের মাটিতে যেন একটা আলাদাই মাত্রা পায়৷ সেই কারণে পরিবার পরিজন নিয়ে সকলেই এই দিনটি পালনের জন্য মেতে ওঠেন৷ অস্ট্রেলিয়ার জনপ্রিয় পর্যটন কেন্দ্র হাওকেলবাড়ি নদীতেও রবিবার সকাল থেকেই উপচে পড়েছিল পর্যটকদের ভিড়৷ সি প্লেন ওই নদীর পর্যটকদের একটি অন্যতম মূল আকর্ষণের জায়গা৷ সেখানেই আচমকাই সিঙ্গেল ইঞ্জিনের একটি এয়ারক্রাফ্ট জলে উল্টে যায়৷ সেই সিপ্লেনেই ছিলেন ছয়জন৷ নদীর জল এতটাই গভীর ছিল যে একজনকেও বাঁচানো যায়নি৷ পুলিশ ঘটনাটির তদন্ত শুরু করেছে৷ এখনও অবধি তিনটি মৃতদেহ উদ্ধার করা গিয়েছে৷ বাকি দেহ উদ্ধারের জন্য ঘটনাস্থলে এসে পৌঁছেছে একটি হেলিকপ্টার৷