শীতের দাপট অব্যাহত গোরক্ষপুরে, শুক্রবার পর্যন্ত বন্ধ থাকছে স্কুল ও কলেজ

গোরক্ষপুর, ২৮ ডিসেম্বর (হি.স.): গত তিনদিন ধরে অতিরিক্তি ঠান্ডার জেরে জনজীবন ব্যহত হচ্ছে উত্তরপ্রদেশের গোরক্ষপুর জেলায়। ঠান্ডার সঙ্গে বেড়ে চলা কুয়াশার জেরে কম দৃশ্যমানতা তৈরি হয়েছে গোটা জেলায়। তার ফলে গণপরিবহন ব্যবস্থা বিপর্যস্ত । অতিরিক্ত ঠান্ডার জেরে কেউ বাড়ি থেকে বেরোতে চাইছেন না। কিন্তু রুজি রুটির জন্য মানুষকে এই হাড়হিম করা শীতের মধ্যেও বাইরে বেরোতে হচ্ছে। জনগণের উদ্দেশ্যে জেলা প্রশাসনের তরফ থেকে ঠাণ্ডা থেকে সতর্কতা অবলম্বন করার জন্য অনুরোধ করা হয়েছে। জেলার স্কুল ও কলেজগুলির ছুটি বাড়িয়ে ২৯ শে ডিসেম্বর পর্যন্ত করে দেওয়া হয়েছে।

অন্যদিকে জেলার বাসিন্দাদের দাবি, অতিরিক্ত জুরুরি না পড়লে কেউই বাড়ি বাইরে বেরোতে চাইছে না। জেলার মানুষও দেরি করে ঘুম থেকে উঠছে এবং সঠিক সময়ে কর্মস্থলে পৌঁছতে পারছেন না। স্কুলের পাশাপাশি জেলার কলেজগুলির ছুটিও ২৯ শে ডিসেম্বর পর্যন্ত বাড়িয়ে দেওয়া হয়েছে। ছাত্রছাত্রীদের ছুটি থাকলেও শিক্ষক ও শিক্ষিকাদের কোনও ছুটি নেই বলে জানিয়ে দেওয়া হয়েছে প্রশাসনের তরফে। সেই সূত্রে অতিরিক্ত শীতের মধ্যে শিক্ষক ও শিক্ষিকাদের পাশাপাশি অশিক্ষক কর্মীদেরও স্কুলে আসতে হবে। গোরক্ষপুরের পাশাপাশি দেবরিয়া এবং কুশি নগর জেলাতেও ছুটি ২৯ ডিসেম্বর পর্যন্ত করে দেওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *