নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৮ ডিসেম্বর৷৷ যান সন্ত্রাসে গুরুতর ঘায়েল হয়েছেন এক ব্যক্তি৷ দূর্ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার দুপুরে দক্ষিণ জেলার অমরপুর থানার অধীন কাকছড়া এলাকায়৷ একটি ক্রুইজার গাড়ি ও অটোর মধ্যে সংঘর্ষ হয়৷ তাতে অটোর যাত্রী বিশ্বজিৎ দে গুরুতর জখম হয়েছেন৷ প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন ক্রুইজার জিপের চালক মাত্রাতিরিক্ত গতিতে গানি চালাচ্ছিলেন৷ বিপরীত থেকে আসা অটোর সাথে মুখোমুখী সংঘর্ষে লিপ্ত হয়৷ তাতে অটোর যাত্রী বিশ্বজিৎ দে রাস্তার উপর ছিটকে পড়ে যায় এবং মাথায় গুরুতর আঘাত পায়৷ তাকে স্থানীয় হাসপাতাল থেকে উদয়পুরে রেফার করা হয়েছে বলে জানা গিয়েছে৷
2017-12-29