নয়াদিল্লি, ২৮ ডিসেম্বর (হি.স.): সংবিধান, আমাদের দেশের ভিত আজ হুমকির সম্মুখীন| সরাসরি আক্রমণ করা হচ্ছে সংবিধানকে| বৃহস্পতিবার কংগ্রেসের ১৩৩ তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষ্যে নয়াদিল্লিতে সর্বভারতীয় কংগ্রেস কমিটির সদর দফতরে আয়োজিত অনুষ্ঠানে এমনই মন্তব্য করলেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী| আক্ষেপ প্রকাশ করে সোনিয়া গান্ধী-তনয় রাহুল গান্ধী বলেছেন, ‘সংবিধান, আমাদের দেশের ভিত আজ সঙ্কটের মুখে| সরাসরি আক্রমণ করা হচ্ছে সংবিধানকে| বিজেপির প্রবীণ নেতারা যেভাবে সংবিধানকে আক্রমণ করছেন, তাতে সঙ্কটের মুখে সংবিধান| সংবিধানকে রক্ষা করা আমাদের দায়িত্ব, কংগ্রেস পার্টির দায়িত্ব এবং প্রতিটি ভারতবাসীর দায়িত্ব|’
নয়াদিল্লিতে এআইসিসি সদর দফতরে বক্তব্য রাখার সময় কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী আরও বলেছেন, ‘আমরা ভালো নাও করতে পারি| আমরা হারতেও পারি, কিন্তু সত্যের পথ থেকে কখনও সরবে না কংগ্রেস|’ সংবিধানকে ‘আক্রমণ’ প্রসঙ্গে রাহুল গান্ধীর এহেন বক্তব্যের কিছু পরেই লোকসভায় কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপি সাংসদ অনন্ত কুমার হেগড়ে বলেছেন, ‘আমি সংবিধান, সংসদ এবং বাবা সাহেব আম্বেদকরকে গভীরভাবে সম্মান করি| সংবিধান আমার জন্য সর্বোচ্চ, সেক্ষেত্রে কোনও প্রশ্নই থাকতে পারে না| ভারতীয় নাগরিক হিসেবে আমি কখনই সংবিধানের বিরুদ্ধে যেতে পারি না|’ প্রসঙ্গত, বৃহস্পতিবার কংগ্রেসের ১৩৩ তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষ্যে সর্বভারতীয় কংগ্রেস কমিটির সদর দফতরে আয়োজিত অনুষ্ঠানে ক্ষুদে পড়ুয়াদের মিষ্টি মুখ করেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী|