নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৮ ডিসেম্বর৷৷ বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী মানিক সরকারের নির্বাচনী কেন্দ্র ধনপুরে বিজেপির এক জনসভায় আসামের অর্থমন্ত্রী তথা নেডার আহ্বায়ক ডঃ হিমন্ত বিশ্ব শর্মা যে বক্তব্য রেখেছেন তার কিছুটার প্রতি বামফ্রন্ট রাজ্য কমিটির দৃষ্টি আকৃষ্ট হয়েছে৷ দলের পক্ষ থেকে এক বিবৃতিতে এদিন সন্ধ্যায় বলা হয়েছে, ধনপুর বিধানসভা কেন্দ্রের অর্ন্তগত কাঠালিয়া দ্বাদশ শ্রেণী বিদ্যালয় মাঠে বিজেপি আয়োজিত এক নির্বাচনী সভায় অসমের বিজেপি সরকারের মন্ত্রী হৈমন্ত বিশ্বশর্মা তাঁর বত্তৃণতায় ত্রিপুরা বিধানসভা নির্বাচনের পর মুখ্যমন্ত্রী মানিক সরকারকে বাংলাদেশে তাড়ানোর হুমকি দিয়েছেন এবং সি পি আই (এম) কর্মীদের রাজ্য থেকে বিতাড়িত করা হবে বলে ঘোষণা করেছেন৷
ত্রিপুরা বামফ্রন্ট কমিটি হৈমন্ত বিশ্বশর্মার এ ধরনের স্বৈরাচারী ও অগণতান্ত্রিক বক্তব্যের তীব্র প্রতিবাদ জানাচেছ এবং রাজ্যের শান্তি-সম্প্রীতিকামী ও গণতান্ত্রিক জনগণকে এ ধরনের ফ্যাসিষ্টসূলভ মন্তব্যের বিরুদ্ধে প্রতিবাদে সোচ্চার হওয়ার আহ্বান জানাচ্ছে৷
পাশ্ববর্তী রাজ্যের একজন মন্ত্রী এসে, গোটা দেশে জনপ্রিয় ত্রিপুরার মুখ্যমন্ত্রীকে তাড়ানোর প্রকাশ্য এই হুমকি বিজেপি নেতৃত্বাধীন সাম্প্রদায়িক ও বিভেদকামী শক্তিগুলোর গভীর ষড়যন্ত্রের ইঙ্গিত দিচ্ছে বলে ত্রিপুরা বামফ্রন্ট নির্বাচন অভিমত৷ বামফ্রন্ট কমিটি রাজ্যবাসীকে সুষ্ঠু, অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন বানচালে বিজেপি’র অপপ্রয়াস সম্পর্কে সতর্ক থাকতে ও সব ধরনের ষড়যন্ত্র প্রতিহত করে নির্বাচনী সংগ্রাম জোরকদমে এগিয়ে নেওয়ার আহ্বান জানাচ্ছে৷
2017-12-29