নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৮ ডিসেম্বর৷৷ নতুন শিক্ষাবর্ষে সরকারী সুকলগুলিতে পাশ-ফেল প্রথা চালু করার দাবীতে আন্দোলনমুখী ডিএসও রাজ্য যুব ছাত্র সংগঠন৷ বৃহস্পতিবার রাজধানী আগরতলায় বিক্ষোভ মিছিল করে গিয়ে বিদ্যালয় শিক্ষা অধিকর্তার সঙ্গে ডেপুটেশনে মিলিত হয়েছে সংগঠনের কর্মী সমর্থকরা৷ শিক্ষার মান উন্নয়নে কেন্দ্র ও রাজ্যের টানাপোড়েনের তীব্র নিন্দা জানিয়েছে ডিএসও রাজ্য নেতৃত্বরা৷
প্রথম শ্রেণী থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত পাশ-ফেল প্রথা তোলে নেওয়ায় সরকারী সুকলগুলিতে পঠন পাঠন লাটে উঠে গিয়েছে৷ তাঁদের অভিযোগ, কেন্দ্র কোন ইতিবাচক সাড়া দিচ্ছে না৷ আইন সংশোধন ইস্যুতে রাজ্য সরকার কেন্দ্রের উপর দোষ চাপিয়ে দায়িত্ব থেকে সরে গিয়েছে৷ শিক্ষা অধিকর্তা দাবীগুলি নিয়ে কেন্দ্র ও রাজ্যের দৃষ্টি আকর্ষণে সদর্থক প্রয়াসে গড়িমসি করলে ডিএসও’র আন্দোলন তেজী করার হুশিয়ারী দিয়েছেন আন্দোলনকারীরা৷প্রসঙ্গত, রাজ্যে পাশ ফেল প্রথা চালু থাকায় গুণগত শিক্ষা পাচ্ছেনা বলে অভিযোগ ডিএসও’র৷
2017-12-29