কাবুল, ২৮ ডিসেম্বর (হি.স.): জঙ্গি হামলায় রক্তাক্ত হল আফগানিস্তানের সংবাদ সংস্থা ‘ভয়েস’-এর দফতর এবং সন্নিহিত শিয়া সাংস্কৃতিক কেন্দ্র| স্থানীয় সময় অনুযায়ী বৃহস্পতিবার সকালে আফগানিস্তানের রাজধানী কাবুলে অবস্থিত আফগান সংবাদ সংস্থা ‘ভয়েস’-এর দফতরে জোরালো বিস্ফোরণ হয়| এর কিছুক্ষণের মধ্যেই আত্মঘাতী বিস্ফোরণে কেঁপে ওঠে শিয়া সাংস্কৃতিক কেন্দ্র| বিকট শব্দের পর ধারাবাহিক বিস্ফোরণে মৃত্যু হয়েছে অন্তত ৪১ জনের| এছাড়াও গুরুতর জখম হয়েছেন কমপক্ষে ৪৮ জন| আফগানিস্তানের স্বাস্থ্য মন্ত্রক-এর তরফে জানানো হয়েছে, আফগান সংবাদ সংস্থা ‘ভয়েস’-এর অফিসে এবং শিয়া সাংস্কৃতিক কেন্দ্রে ধারাবাহিক বিস্ফোরণের ঘটনায় এখনও পর্যন্ত ৪১ জনের মৃত্যু হয়েছে| এছাড়াও গুরুতর জখম হয়েছেন অন্তত ৪৮ জন| তাবিয়ান সোশ্যাল এবং সাংস্কৃতিক কেন্দ্রে সকালের প্যানেল আলোচনার সময় পরপর তিন বার বিস্ফোরণ হয়| জঙ্গিদের নিশানায় ছিল আফগান সংবাদ সংস্থা ‘ভয়েস’-এর দফতরও| মৃতদের মহিলা, শিশু এবং সাংবাদিকরা রয়েছেন|
আভ্যন্তরীণ মন্ত্রকের মুখপাত্র নাজিব ড্যানিস জানিয়েছেন, প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে আত্মঘাতী বোম্বার-এর সাহায্যে ধারাবাহিক বিস্ফোরণ ঘটানো হয়েছে| সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা করেছে আফগান জার্নালিস্ট সেফটি কমিটি (এজেএসসি)| আফগান স্বাস্থ্য মন্ত্রক সূত্রের খবর, ধারাবাহিক বিস্ফোরণে এখনও পর্যন্ত ৪১ জনের মৃত্যু হয়েছে| আফগান প্রশাসনের মুখপাত্র নসরত রহিমি জানিয়েছেন, আফগানিস্তানে সোভিয়েত আক্রমণের ৩৮ বছর পূর্তিতে তাবিয়ান সাংস্কৃতিক কেন্দ্রে প্যানেল ডিসকাশান চলছিল, তখনই পরপর তিনটি বিস্ফোরণ হয়| ঘটনাস্থলেই মৃত্যু হয় অনেকের| ছিন্নভিন্ন দেহাংশ পড়ে থাকে অনেক দূর পর্যন্ত| উপ-স্বাস্থ্যমন্ত্রী ফেদা মহম্মদ পাকিয়ান জানিয়েছেন, ধারাবাহিক বিস্ফোরণে এখনও পর্যন্ত ৪১ জনের মৃত্যু হয়েছে| গুরুতর জখম অবস্থায় অন্তত ৪৮ জনকে নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়েছে|
ভয়াবহ সন্ত্রাসী হামলার দায় স্বীকার করেছে ইসলামিক স্টেট (আইএস) জঙ্গি সংগঠন| জঙ্গি হামলার তীব্র নিন্দা করেছেন আফগানিস্তানের প্রেসিডেন্ট আসরাফ ঘানি| জঙ্গি হামলাকে ‘ক্ষমার অযোগ্য’ আখ্যা দিয়েছেন তিনি|