নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৭ ডিসেম্বর৷৷ চা শ্রমিকদের ন্যুনতম মজুরী স্থির করার দাবিতে শ্রম কমিশনার পঙ্কজ চক্রবর্তীর পৌরহিত্যে বুধবার বৈঠক অনুষ্ঠিত হয়৷ এদিন শ্রম কমিশনার কার্যালয়ে ত্রিপুরা টি ওয়ার্কার্স ইউনিয়নের নেতৃত্ব, চা বাগানের মালিকপক্ষ এবং শ্রমিকদের নিয়ে বৈঠকটি অনুষ্ঠিত হয়েছে৷
টি ওয়ার্কার্স ইউনিয়নের সভাপতি কানু ঘোষ চা বাগানের শ্রমিকদের ১৭৬ টাকা মজুরীর প্রস্তাব দেন বৈঠকে৷ তার মতে, দ্রব্যমূল্য বৃদ্ধির বাজারে চা বাগান শ্রমিকরা সর্বনিম্ন মজুরী পাচ্ছেন৷ অন্যান্য শ্রমিকদের মজুরী কমপক্ষে সাড়ে চারশ টাকা৷ চা বাগানের মালিকরা শ্রমিকরা শুধু খাটাচ্ছেন, কিন্তু প্রাপ্য মজুরী দিচ্ছেন না, ক্ষোভ প্রকাশ করেন শ্রীঘোষ৷ বৈঠকে মালিকপক্ষের বৃহৎ অংশের অনুপস্থিতি নিয়েও উষ্মা প্রকাশ করেছেন তিনি৷ নভেম্বর মাসে পূর্বের চুক্তির সময়সীমা সমাপ্ত হয়েছে৷ টি ওয়ার্কার্স ইউনিয়নের পক্ষ থেকে রাজ্য সরকারের কাছেও মজুরী স্থির করার দাবী জানানো হয়েছে৷ চা বাগানের মালিকরা শ্রমিকদের দাবি মানতে ইতিবাচক সাড়া না দিলে ইউনিয়ন বাগান শ্রমিকদের দিয়ে বৃহত্তর আন্দোলন গড়ে তুলবেন বলে জানিয়েছেন তিনি৷ প্রেক্ষিতে, রাজ্যের চা বাগানগুলি রুগ্ণ দশা কাটানোর জন্য রাজ্য সরকারের সদর্থক প্রয়াশের দাবি জানিয়েছে সংগঠন৷ উল্লেখ্য, রাজ্যে চা বাগানগুলিতে কর্মরত রয়েছেন ১৬ হাজার শ্রমিক৷