শিমলা, ২৭ ডিসেম্বর (হি.স.): হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন মৃদুভাষী বিজেপি নেতা জয়রাম ঠাকুর| বুধবার শিমলার ঐতিহাসিক রীজ গ্রাউন্ডে হিমাচল প্রদেশের ত্রয়োদশতম মুখ্যমন্ত্রী হিসেবে ৫২ বছর বয়সি জয়রাম ঠাকুরকে শপথবাক্য পাঠ করান হিমাচল প্রদেশের রাজ্যপাল আচার্য্য দেব ভ্রাত| পাশাপাশি এদিন হিমাচল প্রদেশ সরকারের মন্ত্রী হিসেবে শপথগ্রহণ করেছেন মহেন্দ্র সিং, কিশান কাপুর, সুরেশ ভরদ্বাজ, অনিল শর্মা, সরভীন চৌধুরী (মন্ত্রীসভার এক মাত্র মহিলা সদস্য), রাম লাল মারকান্ডে, বীরেন্দ্র কানওয়ার, বিক্রম সিং, গোবিন্দ ঠাকুর সিং এবং বীপিন সিং পারমার| সংস্কৃতে শপথবাক্য পাঠন করেন বিজেপি বিধায়ক গোবিন্দ ঠাকুর সিং|
হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রী হিসেবে জয়রাম ঠাকুরের শপথগ্রহণ ও হিমাচল প্রদেশ সরকারের নতুন মন্ত্রীসভার শপথগ্রহণ উপলক্ষ্যে বুধবার সকাল থেকেই কড়া নিরাপত্তায় মোড়া ছিল শিমলা| শিমলার ঐতিহাসিক রীজ গ্রাউন্ড এবং সংলগ্ন এলাকায় জুড়ে প্রায় এক হাজার নিরাপত্তা কর্মী মোতায়েন করা হয়| জয়রাম ঠাকুরের শপথগ্রহণ অনুষ্ঠানে যোগ দিতে সকাল সকাল শিমলায় আসেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী| প্রধানমন্ত্রী ছাড়াও হিমাচল প্রদেশের নতুন মন্ত্রীসভার শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং, কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গডকড়ি, উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, অসমের মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল সহ বিজেপি শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রীরা এবং শীর্ষ বিজেপি নেতৃত্ব| বেলা ১১.৩১ মিনিট নাগাদ হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রী হিসেবে শপথগ্রহণ করেন জয়রাম ঠাকুর| এরপর শপথগ্রহণ করেন জয়রাম ঠাকুর মন্ত্রীসভার অন্যান্য সদস্যরা| হিমাচলের মুখ্যমন্ত্রী জয়রাম ঠাকুরের প্রধান সচিব হিসেবে নিযুক্ত হয়েছেন ১৯৮৫ ব্যাচ আইএএস অফিসার মণীষা নন্দা|
উল্লেখ্য, গত ৯ নভেম্বর বিধানসভা নির্বাচনের ভোটগ্রহণ হয় হিমাচল প্রদেশে| হিমাচল প্রদেশ এবার কংগ্রেসের কাছ থেকে ছিনিয়ে নিয়েছে ভারতীয় জনতা পার্টি| হিমাচল প্রদেশে ম্যাজিক ফিগার হল ৩৫| ২০১৭ বিধানসভা নির্বাচনে ৬৮ আসন বিশিষ্ট হিমাচল প্রদেশ বিধানসভায় ৪৪টি আসনে জয়ী হয়েছে বিজেপি| তবে, পরাজিত হন বিজেপির মুখ্যমন্ত্রী পদপ্রার্থী প্রেম কুমার ধুমাল| এরপরই সেরাজ আসন থেকে বিজয়ী জয়রাম ঠাকুরকে হিমাচলের মুখ্যমন্ত্রী হিসেবে নির্বাচিত করা হয়|