নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ ডিসেম্বর৷৷ বোলেরু ও কমান্ডার গাড়ির মুখোমুখি সংঘর্ষ৷ গুরুত জখম ৩ জন৷ মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে মঙ্গলবার সকালে গন্ডাছড়া -আমবাসা সড়কের দেড় মাইল এলাকায়৷
গন্ডাছড়া থেকে টিআর০৪-২০০৯ নম্বরের কমান্ডার গাড়ি আমবাসার আসার মুখে টিআর০১-এস-০৪৮২ নম্বরের বোলেরুর মুখোমুখি সংর্ঘষ হয়৷ জানা গিয়েছে, বিদ্যুৎ নিগমের ৩জন কর্মী কমান্ডার গাড়ি করে যাও?ার পথে দুর্ঘটনার কবলে পড়েছে৷ কমান্ডার গাড়ি পাল্টি খেয়ে খাদে পড়ে গিয়েছে৷ খবর পেয়ে দমকল কর্মীরা ছুটে গিয়ে আহতদের উদ্ধার করে কুলাইস্থিত ধলাইজেলা হাসপাতালে ভর্তি করেন৷ দূর্ঘটনাগ্রাস্থদের উন্নত চিকিৎসার জন্য চিকিৎসকরা জি বিতে রেফার করেছেন৷ পুলিশ স্বতঃপ্রর্ণোদিত মামলা নিয়ে তদন্ত শুরু করলে ও এখনো কাউকে গ্রেপ্তার করতে পারেনি৷
2017-12-27