নতুন ভারতের কর্মসূচীতে স্থান পেল পিছিয়ে পড়া ধলাই জেলা

৷৷ অভিজিৎ রায়চৌধুরী৷৷ নয়াদিল্লী, ২৬ ডিসেম্বর৷৷ সারা দেশের ১১৫টি পিছিয়ে পড়া জেলার মধ্যে ত্রিপুরার ধলাই জেলাও চিহ্ণিত হয়েছে৷ ২০২২ সালের মধ্যে এই পিছিয়ে পড়া জেলাগুলির দ্রুত উন্নতি সাধনের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ঘোষিত নতুন ভারত কর্মসূচীর অঙ্গ হিসেবে কাজ করা হবে৷ উত্তর পূর্বাঞ্চলের মোট ১১টি জেলা চিহ্ণিত করা হয়েছে এই কর্মসূচীর অধীনে৷
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ২০২২ সালের মধ্যে একটি নতুন ভারত সৃষ্টির পরিকল্পনা নিয়েছেন৷ আর তারই অঙ্গ হিসেবে ১১৫ টি পিছিয়ে পড়া জেলার দ্রুত পরিবর্তনের জন্য একটি উদ্যোগ নেওয়া হয়েছে৷ এই কর্মসূচীর সঠিক বাস্তবায়নের লক্ষ্যে অতিরিক্ত সচিব ও যুগ্ম সচিব পদমর্যাদার উর্ধতন সরকারী কর্মচারী ঐসব জেলার আধিকারীকদের সাথে সমন্বয় সাধন করে কেন্দ্র ও রাজ্যগুলির প্রচেষ্টায় প্রয়োজনীয় উন্নয়নমূলক কর্মসূচী গ্রহণ করবে৷
এদিকে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ২০১৮ সালের ৫ জানুয়ারী পিছিয়ে পড়া জেলা দ্রুত উন্নয়নের কর্মসূচীর রোডম্যাপ প্রকাশ্যে আনতে চাইছেন বলে জানা গিয়েছে৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ২০২২ সালের মধ্যে একটি নতুন ভারত সৃষ্টির পরিকল্পনা নিয়েছেন৷ সেই বছর ভারত স্বাধীনতার ৭৫ বছর উদ্যাপন করবে৷ এই সময়ের মধ্যে ঐসব জেলাগুলির সামগ্রিক আর্থ সামাজিক উন্নয়ন ঘটানো হবে৷ একাজে রাজ্য ও কেন্দ্র সরকারকে সমন্বয় বজায় রেখে কাজ করতে হবে৷ নিয়মিত উন্নয়নমূলক কাজকর্মের তদারকি করতে হবে৷ প্রয়োজনে পরামর্শ গ্রহণ করতে হবে সাধারণ মানুষের কাছ থেকেও৷ যেসব ক্ষেত্রগুলিকে এই কর্মসূচীর অধীনে রাখা হয়েছে, তার মধ্যে রয়েছে শিক্ষা, স্বাস্থ্য, পুষ্টি, গ্রামীণ সড়ক যোগাযোগ, গ্রামীণ পরিবারে বিদ্যুতায়ন, পানীয় জল ও শৌচাগার ইত্যাদি৷ এই জেলাগুলির মধ্যে ৩৫ টি জেলা রয়েছে নকশাল কবলিত৷ এই কর্মসূচীর মাধ্যমে যে বিষয়টিকে গুরুত্ব দেওয়া হয়েছে সেটি হল যে জেলাগুলিকে চিহ্ণিত করা হয়েছে সেই জেলার উন্নয়নমূলক কাজগুলি পার্শ্ববর্তী জেলার প্রশাসন নজরে রেখে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে পারবে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *