নিজস্ব প্রতিনিধি, লংতরাইভ্যালী, ২৬ ডিসেম্বর৷৷ ব্রীজের উপর থেকে নদীতে পড়ে বাইক চালকের মর্মান্তিক মৃত্যু হয়েছে৷ ঘটনাটি ঘটেছে মঙ্গলবার দুপুরে বিরাশিমাইলের মনু ব্রীজের লক্ষ্মীপুরে৷ বাইক চালকের নাম প্রিয়তোষ দেব৷ বয়স ২৭ বছর৷ এদিকে, বাইক চালককে নদী থেকে তুলে আনার জন্য ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হলেও এক ঘন্টা পর ঘটনাস্থলে পৌঁছায় ক্ষুব্ধ জনতা ফায়ার সার্ভিসের কর্মীদের মারধর করেছে৷
সংবাদে প্রকাশ, মঙ্গলবার ছিল মাছলির বাজারের হাটবার৷ বাজারের শুকনো মাছ বিক্রেতা প্রিয়তোষ দেব বাজার থেকে বাড়ির উদ্দেশ্যে যাচ্ছিলেন নিজের বাইক নিয়ে৷ মনু ব্রীজের উপরে পৌঁছতেই প্রিয়তোষ আচমকা নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন এবং ব্রীজের রেলিংয়ের সাথে ধাক্কা দেয়৷ তাতে বাইক থেকে ছিটকে পড়ে যায় নদীতে৷ প্রায় দুইশ ফুট নীচে পড়ে যায় প্রিয়তোষ৷ স্থানীয় জনগণ বিষয়টি দেখতে পেয়ে খবর দেয় ফায়ার সার্ভিসকে৷ মনু এবং কুমারঘাট ফায়ার স্টেশন থেকে প্রায় এক ঘন্টা পর ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে৷ দীর্ঘ সময় নদীতে তল্লাসী চালিয়ে প্রিয়তোষের মৃতদেহ উদ্দার করা হয়৷ এদিকে, স্থানীয় জনগণের অভিযোগ দ্রুততার সাথে যদি ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছত তাহলে হয়তো প্রিয়তোষকে বাঁচানো যেত৷ এই বিষয়টি নিয়ে স্থানীয় জনমনে তীব্র ক্ষোভের সঞ্চার হয়৷ এনিয়ে প্রথমে ফায়ার সার্ভিসের কর্মীদের সাথে এলাকার লোকজনের তর্কবিতর্ক হয়৷ একসময় উত্তেজিত হয়ে ফায়ার সার্ভিসের কর্মীদের উপর হামলা চালায় ক্ষুব্দ জনতা৷ পরে মনু থানা থেকে বিশাল সংখ্যায় পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করা হয়৷ পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে নিয়ে যায়৷
2017-12-27