নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ ডিসেম্বর৷৷ রাজ্যে সিপিআইএম’র একটি প্রচার-পুস্তিকাকে কেন্দ্র করে রাজনৈতিক পরিস্থিতি নতুন মোড় নিয়েছে৷
প্রচার-পুস্তিকায় রাষ্ট্রবিরোধী মন্তব্য করা হয়েছে বলে সিপিআইএম’র বৃন্দা কারাত এবং হরিপদ দাসকে গ্রেফতারের দাবি জানিয়েছে বিজেপি৷ পাশাপাশি প্রচার-পুস্তিকাটি অতিসত্বর নিষিদ্ধ করার দাবি জানিয়েছে বিজেপি৷ প্রধানমন্ত্রীর দফতরকে কালিমালিপ্ত করে সিপিআইএম এর প্রচার-পুস্কিকায় অভব্য মন্তব্য করা হয়েছে বলে মনে করছে বিজেপি৷ এই ইস্যুতে বিজেপি’র এক প্রতিনিধি দল মঙ্গলবার বিকেলে রাজ্যপাল তথাগত রায়ের সঙ্গে দেখার করে দ্রুত অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে৷
বিধায়ক রতনলাল নাথ অভিযোগ করেন, প্রচার পুস্তিকায় বলা হয়েছে, প্রধানমন্ত্রীর দফতর উগ্রবাদীদের সঙ্গে যুক্ত৷ প্রধানমন্ত্রীকেও এর সঙ্গে যুক্ত করা হয়েছে৷ এ ধরনের রাষ্ট্রদ্রোহীতার কঠোর শাস্তি হওয়ার প্রয়োজন৷ এই প্রচার পুস্তিকায় লেখিকা বৃন্দা কারাত এবং প্রকাশক হরিপদ দাসকে অবিলম্বে গ্রেফতার করে তাঁদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া প্রয়োজন৷ অন্যদিকে বিজেপি রাজ্য সভাপতি বিপ্লব কুমার দেব বলেন, রাজ্যপালও বিষয়টি দেখে হতচকিত হয়ে পড়েছেন৷ প্রচার পুস্তিকায় এমন মন্তব্য করা যেতে পারে তা ভাবা যায় না বলে রাজ্যপাল মন্তব্য করেছেন৷ বিপ্লববাবু বলেন, সিপিআইএম’র এখন হিতাহিত জ্ঞান চলে গেছে৷ যা খুশি করছে৷ বিজেপি’র তরফে দোষীদের বিরুদ্ধে দেশের সাংবিধানিক কাঠামোর মধ্যে থেকে কঠোর পদক্ষেপ নেওয়ার দাবি জানানো হয়েছে রাজ্যপালের কাছে৷
এদিন সাংবাদিক সম্মেলনে বিধায়ক রতনলাল নাথ বলেন, প্রধানমন্ত্রীকে জড়িয়ে সিপিএমের প্রচার-পুস্তিকায় যা কুৎসা রটানো হয়েছে তারজন্য লেখক এবং প্রকাশকের প্রকাশ্যে ক্ষমা চাওয়া উচিত৷ রতনলাল নাথ সিপিএমের উদ্দেশ্যে বলেন, কোন উগ্রবাদি সংগঠনের সাথে প্রধানমন্ত্রীর সম্পর্ক রয়েছে তার প্রমান দিতে হবে৷ তিনি বলেন প্রচার পুস্তিকায় এধরণের রাষ্ট্রবিরোধী বক্তব্যকে কোনভাবেই খাটো করে দেখা উচিত নয়৷ বিজেপি রাজ্য সভাপতি বিপ্লব দেব বলেন, এই বিষয়টি প্রধানমন্ত্রীর দফতরকে জানানো হবে৷ এর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ারও অনুরোধ জানানো হবে৷ এদিন রতনলাল নাথ দাবি করেন, সিপিএমের প্রচার পুস্তিকায় সবগুলি পাতা মিথ্যা তথ্য দিয়ে সাজানো রয়েছে৷ নববই শতাংশ কেন্দ্র নির্ভর রাজ্য প্রচার-পুস্তিকায় দাবি করছে সমস্ত কিছুই বামফ্রন্ট সরকারের তহবিল থেকে খরচ করে উন্নয়ন হচ্ছে৷
উল্লেখ্য, সিপিআইএম সম্প্রতি একটি প্রচার পুস্তিকা প্রকাশ করেছে৷ হিন্দি, ইংরেজি এবং বাংলায় প্রচার পুস্তিকাটি প্রকাশিত হয়েছে৷ হিন্দি এবং ইংরেজি ভাষায় অনেক আগেই এই প্রচার পুস্তিকাটি প্রকাশিত হয়েছে৷ এর বাংলা সংস্করণটি গত শনিবার সাংবাদিক সম্মেলনে প্রকাশ করে সিপিএম রাজ্য কমিটি৷ এতে কেন্দ্রের বর্তমান সরকারের বিরুদ্ধে তীব্র উষ্মা প্রকাশ করে অশালীন ভাষায় আক্রমণ করা হয়েছে৷ এরপর থেকেই এই প্রচার পুস্তিকাটি নিয়ে রাজ্যের রাজনৈতিক পরিস্থিতি নতুন মোড় নিয়েছে৷