নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ ডিসেম্বর৷৷ বামপন্থী শ্রমিক, শিক্ষক ও কর্মচারী আন্দোলন বানচাল করার ষড়যন্ত্র শুরু হয়েছে৷ বাকাপথে কর্মচারীদের বাম বিরোধী করে তোলে অষ্টম বামফ্রন্ট সরকার গঠনের পথে কাটা বিছানোর কান্ডারী বিজেপি৷ মঙ্গলবার রবীন্দ্র ভবনের সামনে আয়োজিত ত্রিপুরা চুক্তিবদ্ধ শিক্ষক ও কর্মচারী সমিতির সভায়, বিজেপি’কে এমন ভাবেই একহাত নিয়েছেন টি জি ই এ’ (হগব) প্রাক্তন সভাপতি অসীম পাল৷ বিক্ষুদ্ধ কর্মচারীদের সাম্প্রদায়িক উস্কানিকারীদের বেড়াজাল ভেঙ্গে বামপন্থী শ্রমিক সংগঠনের সঙ্গে একত্রিত হওয়ারও আহ্বান জানিয়েছেন তিনি৷
নিয়মিত করন নিয়ে এস এস এ এবং রামসা চুক্তিবদ্ধ শিক্ষকদের সরকার বিরোধী আন্দোলন বিজেপি’র ইন্ধন রয়েছে৷ ক্ষমতায় আসার জন্য শিক্ষক ও কর্মচারীদের বিভ্রান্তির জালে জড়িয়ে নিয়েছে বিজেপি, দাবী করেছেন শ্রী পাল৷ তাঁর মতে, বিজেপি শাসিত রাজ্যগুলিতে সরকারী দপ্তরে চুক্তির ভিত্তিতে নিয়োগ করা হচ্ছে৷ পার্শ্ববর্তী রাজ্য আসামে গণহারের ছাটাই চলছে৷ শ্রমিক স্বার্থ রক্ষা করে টি জি ই এ’র ব্যানাড়েই সুরক্ষিত হবে বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন কর্মচারী নেতা৷
চুক্তিবদ্ধ শিক্ষক ও কর্মচারীদের নিয়মিত করন নিয়ে শব্দ উচ্চারণ করেনি বামপন্থী কর্মচারী নেতারা৷ ভোটের মুখে কর্মচারী ভোট ব্যাঙ্ক অক্ষুন্ন রেখে অষ্টম বামফ্রন্ট সরকার গঠনের বার্তা নিয়ে নেতৃত্বরা বক্তব্যের ইতি টেনেছেন৷ সবাইকে এক ছাতার তলায় নিয়ে সরকার টিকিয়ে রাখার মদ্যে বঞ্চিত শিক্ষক ও কর্মচারী অধিকার সুরক্ষা আদৌ সম্ভব? বামপন্থী কর্মচারী নেতাদের সারবত্ত্বাহীন সভার বক্তব্য নিয়ে সভাস্থলে কর্মচারীদের মধ্যে কানাঘুষু শুরু হয়েছে কর্মচারী মহলে৷
2017-12-27