নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৫ ডিসেম্বর৷৷ নির্বাচন ঘনিয়ে আসতেই প্রতিহিংসার রাজনীতি মাথাচাড়া দিয়ে উঠছে৷ রাজধানীর দক্ষিণ জয়পুরে কংগ্রেস দলের বুথ অফিসে ভাঙচুর করা হয়েছে৷ অভিযোগের তীর বিজেপির দিকে৷ অভিযুক্তদের গ্রেপ্তার এবং কঠোর শাস্তির দাবী জানিয়ে থানায় ডেপুটেশন দিল কংগ্রেস৷ চবিবশ ঘন্টার মধ্যে ধৃতদের আটক না করা হলে কংগ্রেস তীব্র আন্দোলন গড়ে তোলার হুশিয়ারী দিয়েছেন পিসিসি সহ সভাপতি পিযুষ কান্তি বিশ্বাস৷
দক্ষিণ জয়পুরে কংগ্রেস দলের বুথ অফিসে রবিবার রাতের অন্ধকারে নাশকতা চালায় দুসৃকতীরা৷ ভেঙ্গে ফেলা দেওয়া হয় বুথ অফিস৷ নষ্ট করে দেওয়া হয় কংগ্রেসের প্রচার সজ্জা৷ সোমবার সকালে এই খবর ছড়িয়ে পড়তেই রাজনৈতিক তরজা শুরু হয়৷ খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে গিয়েছেন পিসিসি সহ সভাপতি পিযুষ কান্তি বিশ্বাস, প্রদেশ যুব কংগ্রেসের সাধারণ সম্পাদক পূজন বিশ্বাস সহ দলীয় নেতারা৷ এই নাশকতা সাম্প্রদায়িক দল বিজেপির কাজ বলে অভিযোগ কংগ্রেসের৷ কংগ্রেস দুর্বল ভেবে বিজেপি রাতের আধারে এই ধরনের নাশকতা চালিয়েছে বলে অভিযোগ করেন পূজন বিশ্বাস৷ তার অভিযোগ বিজেপির দুবৃত্তরা রাতের আধারে একাজ করেছে৷ জাতি বিভাজনের সংকীর্ণ রাজনীতিতে নেমেছে বিজেপি ক্ষমতার মোহে৷ জনগণ মোক্ষম জবাব দেবে বলেও দাবি করেছেন তিনি৷
2017-12-26