লালুর রাজনৈতিক জীবন সমাপ্ত হয়নি, বিরোধীদের বার্তা তেজস্বীর

পাটনা, ২৬ ডিসেম্বর (হি.স.): দেওঘর পশুখাদ্য মামলায় গত শনিবার সিবিআইয়ের বিশেষ আদালতে দোষীসাব্যস্ত হয়েছেন আরজেডি সুপ্রিমো লালু প্রসাদ যাদব সহ ১৬ জন| আপাতত তাঁদের ঠাঁই হয়েছে রাঁচির বিরসা মুণ্ডা জেলে| রাজনৈতিক মহলের মতে, বিশেষ সিবিআই আদালতের এই রায়ের পরই ফের সঙ্কটে পড়ল আরজেডি প্রধান লালু প্রসাদ যাদবের রাজনৈতিক জীবন| রাজনৈতিক মহলে চলমান এই গুজবে জল ঢেলে দিলেন লালু প্রসাদ যাদবের পুত্র তথা বিহারের প্রাক্তন উপ-মুখ্যমন্ত্রী তেজস্বী যাদব| মঙ্গলবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে লালু পুত্র তেজস্বী যাদব বলেছেন, ‘‘বিরোধীরা মনে করছেন জেলে যাওয়ায় লালু প্রসাদ যাদবের রাজনৈতিক জীবন সমাপ্ত| তাঁরা আসলে বড় ভুল করছেন| বিহারের মানুষ বিরক্ত, তাঁরাই যোগ্য জবাব ফিরিয়ে দেবেন|’

উল্লেখ্য, দেওঘর পশুখাদ্য মামলায় গত শনিবার সিবিআইয়ের বিশেষ আদালতে দোষীসাব্যস্ত হয়েছেন আরজেডি সুপ্রিমো লালু প্রসাদ যাদব সহ ১৬ জন| আপাতত তাঁদের ঠাঁই হয়েছে রাঁচির বিরসা মুণ্ডা জেলে| তবে, আদালত মুক্তি দিয়েছে বিহারের আর এক প্রাক্তন মুখ্যমন্ত্রী জগন্নাথ মিশ্র সহ ৬ জনকে| সাজা ঘোষণা হবে ২০১৮ সালের ৩ জানুয়ারি|

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *