নতুন বছরে জঙ্গি হামলার অাশঙ্কায় বিমানবন্দরগুলিতে হাই অ্যালার্ট

নয়াদিল্লি, ২৬ ডিসেম্বর (হি.স.) : জঙ্গি হামলার অাশঙ্কায় দেশের বিমানবন্দরগুলিতে হাই অ্যালার্ট জারি করা হল। ব্যুরো অফ সিভিল অ্যাভিয়েশন সিকিউরিটি বা বিসিএএস সবকটি বিমানবন্দর কর্তৃপক্ষকে সম্ভাব্য জঙ্গি হামলার ব্যাপারে চূড়ান্ত সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে। বড়দিন থেকে নতুন বছরের প্রথম সপ্তাহ পর্যন্ত উৎসবের মরশুমকে টার্গেট করে জঙ্গিরা। সেই কারনেই অ্যালার্ট জারি হল বিমানবন্দরগুলিতে। বিসিএএস জানিয়েছে, বছর শেষের উৎসবের এই সময়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আগেও একাধিকবার এই সময়ে হামলা চালিয়েছে জঙ্গিরা। পাকিস্তানে ঘাঁটি গাড়া জঙ্গি সংগঠনগুলি ইতিমধ্যেই বুঝিয়ে দিয়েছে, তারা ভারতে হামলা চালাতে চায়। ২০১৭ জুড়ে আইএসআইএসের কাজকর্মে অনুপ্রাণিত বহু লোক ব্যক্তিগত চেষ্টায় নানা দেশে বারবার জঙ্গি হামলা চালিয়েছে, আত্মঘাতী বিস্ফোরণ, নির্বিচারে গুলি থেকে ভিড়ের মধ্যে ট্রাক চালিয়ে দেওয়া-কিছুই বাদ যায়নি। অতএব বছর শেষ ও নতুন বছর শুরুতেই সর্বোচ্চ পর্যায়ের নজরদারি চালানো হোক প্রতিটি বিমানবন্দরে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *