গুজরাটের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন বিজয় রমনিকলাল রূপানি, উপ-মুখ্যমন্ত্রী নীতিন প্যাটেল

আহমেদাবাদ, ২৬ ডিসেম্বর (হি.স.): পুনরায় গুজরাটের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন রাজকোট (পশ্চিম) আসন থেকে জয়ী বিজেপি বিধায়ক বিজয় রমনিকলাল রূপানি| মঙ্গলবার গান্ধীনগরের সচিবালয় গ্রাউন্ডে গুজরাটের মুখ্যমন্ত্রী হিসেবে শপথগ্রহণ করেছেন তিনি| পাশাপাশি দ্বিতীয় মেয়াদে গুজরাটের উপ-মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেছেন নীতিন প্যাটেল| এছাড়াও গুজরাট সরকারের মন্ত্রী হিসেবে শপথগ্রহণ করেছেন আর সি ফালদু, ভূপিন্দ্রসিনহ চুদাসামা, কৌশিক প্যাটেল, পাঁচ বারের বিধায়ক সৌরভ প্যাটেল, জি ভি ভাসাভা, জয়েশভাই ভিত্থালভাই রাদারিয়া, দিলীপকুমার ভিরাজি ঠাকোর এবং ঈশ্বরভাই রমণভাই পারমার| প্রতি মন্ত্রী হিসেবে শপথগ্রহণ করেছেন পি জাদেজা, পি সাভাভাই, জে পারমার, পাটকার রমণলাল নানুভাই, পারসোত্তমভাই সোলাঙ্কি, ঈশ্বরসিনহ ঠাকোরভাই প্যাটেল, এ গোপালভাই, কিশোর কানানি (কুমার), খাদাব মদনভাই এবং দাভে ভিভাভারি|

গুজরাটের মুখ্যমন্ত্রী হিসেবে বিজয় রূপানির শপথগ্রহণ ও গুজরাট সরকারের নতুন মন্ত্রীসভার শপথগ্রহণ উপলক্ষ্যে মঙ্গলবার সকাল থেকেই কড়া নিরাপত্তায় মোড়া ছিল গান্ধীনগর| শপথগ্রহণের প্রাক্কালে এদিন গান্ধীনগরের পঞ্চদেব মন্দিরে পুজো দেন বিজয় রূপানি| সঙ্গে ছিলেন বিজয় রূপানির স্ত্রী অঞ্জলিও| শপথগ্রহণ অনুষ্ঠানে যোগ দিতে সকাল সকাল গুজরাটে আসেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী| গাড়ির জানলার পাশে দাঁড়িয়ে জনতার উদ্দেশে হাত নাড়েন তিনি| এরপর গাড়িতে চেপেই গান্ধীনগরের সচিবালয় গ্রাউন্ডে পৌঁছন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী| প্রধানমন্ত্রী ছাড়াও শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং, কেন্দ্রীয় মন্ত্রী রবিশঙ্কর প্রসাদ, নীতিন গডকড়ি, রামবিলাস পাসোয়ান, বর্ষীয়ান বিজেপি নেতা লালকৃষ্ণ আডবাণী, গোয়ার মুখ্যমন্ত্রী মনোহর পারিক্কর, বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার, উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, রাজস্থানের মুখ্যমন্ত্রী বসুন্ধরা রাজে সিন্ধিয়া, ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী রমন সিং, মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়ণবিশ, মধ্য প্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহ্বাণ, অসমের মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল, গুজরাটের প্রাক্তন মুখ্যমন্ত্রী কেশুভাইপ্যাটেল সহ শীর্ষ বিজেপি নেতৃত্ব|
বেলা ১১.৩৫ মিনিট নাগাদ গুজরাটের মুখ্যমন্ত্রী হিসেবে শপথগ্রহণ করেন বিজয় রূপানি| বেলা ১১.৪০ মিনিট নাগাদ গুজরাটের উপ-মুখ্যমন্ত্রী হিসেবে শপথগ্রহণ করেছেন নীতিন প্যাটেল| এরপর শপথগ্রহণ করেন বিজয় রূপানি মন্ত্রীসভার অন্যান্য সদস্যরা| রূপানি মন্ত্রীসভায় ৬ জন পাতিদার নেতা শপথগ্রহণ করেছেন| উল্লেখ্য, গত ১৮ ডিসেম্বর ১৮২ আসন বিশিষ্ট গুজরাট বিধানসভায় ৯৯টি আসনে জয়ী হয়েছে বিজেপি, কংগ্রেস জয়ী হয়েছে ৮০টি আসনে এবং অন্যান্যরা ৩টি আসনে| ২০১২ সালে বিজেপি জয়ী হয়েছিল ১১৫ টি আসনে, কংগ্রেসের আসন সংখ্যা ছিল ৭৭| ২০১৭ বিধানসভা নির্বাচনে বিজেপি ও কংগ্রেসের মধ্যে লড়াইটা যে বেশ হাড্ডাহাড্ডি ছিল তা বলাই বাহুল্য|

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *