নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৪ ডিসেম্বর৷৷ সোনামুড়ায় এনসিআই সুকল মাছে ক্রীড়া ও যুবকল্যাণ দফতরের এক অনুষ্ঠানকে কেন্দ্র করে দক্ষযজ্ঞ শুরু হয়েছে৷ পূর্বঘোষিত সময়সূচি অনুযায়ী এনসিআই সুকল মাছে ক্রীড়াক্ষেত্রে সাফল্যের জন্য রাজ্যস্তেরের খেলোয়াড়দের পুরসৃকত করর জন্য এক অনুষ্ঠানের আয়োজন করা হয়৷ একই সঙ্গে চলছিল রা্যজ ভিত্তিক যুব উৎসবও৷ রাজ্য ক্রীড়া এবং যুবকল্যাণ দফতর এই অনুষ্ঠানের আয়োজন করে৷ তবে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে দক্ষযজ্ঞ শুরু হয় স্থানীয় বিধায়ক আসার প্রায় সঙ্গে সঙ্গেই৷ স্থানীয় সূত্রে জানা গেছে, পুরস্কার প্রাপকদের নাম চয়ন করতে গিয়ে দলবাজি এবং স্বজন-পোষণ করা হয়েছে৷ যোগ্যদের বাদ দিয়ে শুধুমাত্র দলীয় আনুগত্য রয়েছে এমন কতিপয় যুবককে পুরস্কার পাইয়ে দেওয়া হয়েছে৷ যোগ্যরা, এমন কি বিভিন্নক্ষেত্রে যথেষ্ট সাফল্য অর্জনকারীদেও বঞ্চিত করা হয়েছে৷ একই সঙ্গে বহিঃরাজ্যে যাওয়ার জন্য যোগ্যদের চয়ড় প্রক্রিয়ায়ও দলবাজি করা হয়েছে বলে অভিযোগ৷ ঘটনাকে কেন্দ্র অনুষ্ঠানস্থল লণ্ডভণ্ড করে দিয়েছে ক্ষুব্ধরা৷ পরিস্থিতি সামান দিতে বাড়তি সুরক্ষা বাহিনী মোতায়েন করা হয়েছে৷ অপরিসীম গালাগাল শুনতে হয়েছে বিধায়ক এবং আধিকারিকদের৷
2017-12-25