জম্মু, ২৫ ডিসেম্বর (হি.স.) : জম্মু ও কাশ্মীরের উধমপুর জেলার বসন্তগড় গ্রামের পনারা এলাকার একটি বাড়িতে সোমবার আগুন লেগে যাওয়ার ফলে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। স্থানীয় বাসিন্দাদের পক্ষ থেকে দাবি করা হয়েছে গোটা বাড়িটি পুড়ে ছাই হয়ে গিয়েছে। পাহাড়ি অঞ্চল হওয়ার পাশাপাশি খারাপ রাস্তার কারণে দমকলের কোন গাড়ি সেখানে যেতে পারেনি। যদিও এই ঘটনায় কেউ হতাহত হয়নি বলে পুলিশ সূত্রে দাবি করা হয়েছে। পরে দমকল এবং পুলিশের যৌথ আধিকারিকের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেন। দমকলের তরফ থেকে প্রাথমিক তদন্তে দাবি করা হয়েছে শর্ট সার্কিট থেকেই আগুন লেগেছে। তদন্ত চলছে। পুলিশ এই ঘটনায় মামলা রজু করেছে ।
অন্যদিকে স্থানীয় বাসিন্দাদের তরফ থেকে দাবি করা হয়েছে সোমবার সকালে আগুন লাগে ওই বাড়িতে। আগুনের তীব্রতা এতটাই ছিল যে বাড়ির ভেতর সমস্ত জিনিস জ্বলে পুড়ে ছাই হয়ে যায়। বাড়িটি মহম্মদ সাদিক নামে এক ব্যক্তির বাড়ি ছিল। বেশ কয়েক বছর ধরে বাড়িটিতে নিয়মিত কেউ বসবাস করছিল না। তাই আগুন লাগার ফলে কেউ হতাহত হননি।