নয়াদিল্লি, ২১ ডিসেম্বর (হি.স.) : উপ নির্বাচনেও অব্যাহত বিজেপির জয়ের ধারা | চার রাজ্যের পাঁচটি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে রবিবার তিনটিতে জয়ী হল বিজেপি | এগুলি হল উত্তরপ্রদেশের সিকান্দ্রা, অরুণাচল প্রদেশের পাক্কে-কেসাং এবং লিকাবালি | এছাড়া পশ্চিমবঙ্গের সবং কেন্দ্রে ভোটের হার বাড়িয়েছে উল্লেখযোগ্য হারে | এই কেন্দ্রে জয়ী হয়েছেন তৃণমূল কংগ্রেস ও তামিলনাড়ুর ড. রাধাকৃষ্ণ নগরে জয়ী হয়েছেন নির্দল প্রার্থী টিটিভি দীনাকরণ।
গত বৃহস্পতিবার উপনির্বাচনের ভোটগ্রহণ হয় পশ্চিমবঙ্গের সবং, অরুণাচল প্রদেশের পাক্কে-কেসাং এবং লিকাবালি, তামিলনাড়ুর ড. রাধাকৃষ্ণ নগর এবং উত্তরপ্রদেশের সিকান্দ্রা বিধানসভা কেন্দ্রের । যার গণনা ছিল আজ রবিবার | এদিন সকাল থেকেই নির্ধারিত কেন্দ্রগুলিতে ভোট শুরু হয় | গণনা শেষে দেখা যায় তিনটিতে জয়ী হল বিজেপি | উত্তরপ্রদেশের সিকান্দ্রা কেন্দ্রে জয়ী হয়েছেন বিজেপি প্রার্থী অজিত পাল সিং। তিনি প্রায় ১১৮৬১ ভোটের ব্যবধানে নিকটতম প্রার্থী সমাজবাদী পার্টির সীমা সাচানকে পরাজিত করেচেন | অরুণাচল প্রদেশের পাক্কে-কেসাং এবং লিকাবালিতেও জয়ী হেয়েছে বিজেপি |
গত বৃহস্পতিবার অনুষ্ঠিত হওয়া উপনির্বাচনে লিকাবালি আসনে কংগ্রেস প্রার্থী মদাম দিনি বিজেপি-র কারদো নিইগ্যরের কাছে পরাজিত হয়েছেন। অন্যদিকে, পাক্কে-কেসাঙে প্রাক্তন উপ-মুখ্যমন্ত্রী কংগ্রেস প্রার্থী কামেং দোলোকে পরাস্ত করেছেন বিজেপি প্রার্থী বিয়ারাম ওয়াঘে। পাক্কে-কেসাঙে ৪৭৫ ভোটে কামেং দোলোকে হারিয়েছেন বিয়ারাম। তাছাড়া লিকাবালিতে মাত্র ৩১৯ ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছেন বিজেপি-র কারদো নিইগ্যর।
পশ্চিমবঙ্গের পশ্চিম মেদিনীপুরের সবং বিধানসভা উপনির্বাচনে বিপুল ভোটে জয়ী হলেন তৃণমূল প্রার্থী তথা মানস ভুঁইয়ার স্ত্রী গীতারানী ভুঁইয়া| সিপিএমকে ধরাশায়ী করে ৬৪,১৯২ ভোটে জয়ী হয়েছেন মানস-জায়া গীতা রানী ভুঁইয়া| তবে, সবং বিধানসভা উপনির্বাচনে বিজেপি তৃতীয় হলেও, গত বারের তুলনায় ১৫ শতাংশ ভোট বৃদ্ধি হয়েছে ভারতীয় জনতা পার্টির| গেরুয়া শিবিরের জন্য যা অত্যন্ত স্বস্তিদায়ক|
এদিকে তামিলনাড়ুতেমর্যাদার লড়াইয়ে কৃতিত্বের সঙ্গে জয়ী হলেন নির্দল প্রার্থী টি টি ভি দিনাকরণ। ৪০,৭০৭ ভোটের ব্যবধানে নিকটতম প্রার্থী এআইএডিএমকের ই মধুসূধনকে পরাজিত করে জয়লাভ করেন শশীকলার ভাইপো টি টি ভি দিনাকরণ। তামিলনাড়ুর রাধাকৃষ্ণণ নগর (আর কে নগর) উপনির্বাচনের ভোট গণনা নিশ্ছিদ্র নিরাপত্তায় রবিবার সকাল ৮টা থেকে চেন্নাইয়ের কুইন মেরি কলেজে শুরু হয়| মোট ১৯ রাউন্ড গণনা শেষে নির্দল প্রার্থী টি টি ভি দিনাকরণকে জয়ী ঘোষণা করা হয়। টি টি ভি দিনাকরণ পেয়েছেন ৮৯,০১৩ ভোট, এআইএডিএমকে প্রার্থী ই মধুসূধন পেয়েছেন ৪৮,৩০৬ ভোট, ২৪,৬৫১ ভোট পেয়ে তিন নম্বর স্থানে রয়েছে ডিএমকের এন মারুথু গণেশ। প্রেশার কুকার চিহ্নে উপনির্বাচন লড়েন টি টি ভি দিনাকরণ।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার অনুষ্ঠিত পশ্চিমবঙ্গের সবং, অরুণাচল প্রদেশের পাক্কে-কেসাং এবং লিকাবালি, তামিলনাড়ুর ড. রাধাকৃষ্ণ নগর এবং উত্তরপ্রদেশের সিকান্দ্রা বিধানসভা কেন্দ্রের । এই পাঁচটি বিধানসভা কেন্দ্রে গড়ে ভোট পড়েছিল ৬৯.৬৯ শতাংশ | এর মধ্যে সবচেয়ে বেশি ও সবচেয়ে কম ভোট পড়েছিল অরুণাচল প্রদেশে | এখানকার পাক্কে-কেসাঙে সবচেয়ে বেশি ৮৬ শতাংশ এবং লিকাবালিতে সবচেয়ে কম মাত্র ৫১ শতাংশ ভোট দান হয়েছিল । এছাড়া পশ্চিমবঙ্গের সবং বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে ভোটদানের হার ছিল ৮৫ শতাংশ, তামিলনাড়ুর ড. রাধাকৃষ্ণ নগরে ভোট পড়েছিল ৭৩.৪৫ শতাংশ, ৫৩ শতাংশ ভোট পড়েছিল উত্তরপ্রদেশের সিকান্দ্রায় |