নয়াদিল্লি, ২৪ ডিসেম্বর (হি.স.): তিন তালাক প্রসঙ্গে এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দ্বারস্থ হবেন অল ইন্ডিয়া মুসলিম পার্সনাল ল বোর্ডের সদস্যরা। সংগঠনের পক্ষ থেকে দাবি করা হয়েছে তিন তালাক বিরোধী যে বিলটি লোকসভায় পেশ করা হবে সেই মুসলিম ওম্যান প্রটেকশন অফ রাইট অন ম্যারেজ বিল ২০১৭ টিকে আটকাতে এবং প্রত্যাহার করার জন্য প্রধানমন্ত্রীর কাছে দ্বারস্থ হবেন তাঁরা। কারণ হিসেবে রবিবার সংগঠনের পক্ষ থেকে সাজিদ নোমানি বলেন, ‘বিলটি ধারাগুলি খতিয়ে দেখার পরে মনে হচ্ছে মুসলমানদের বিবাহবিচ্ছেদের ক্ষমতা কেড়ে নেওয়ার জন্য ষড়যন্ত্র করা হয়েছে। যদি সরকার তিন তালাককে বন্ধ করতে চায় তবে আমাদের মতামত নেওয়া হোক। সংবিধানে বর্ণিত মুসলিমদের জন্য যে আইনগুলি রয়েছে তার সাহায্য নিয়ে এই সমস্যার সমাধান করব।’
উল্লেখ্য, ১৫ ডিসেম্বর ক্যাবিনেটের ছাড়পত্র পেয়েছে এই বিলটি। এই আইনে তিন তালাককে ‘অবৈধ এবং অকার্যকর’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। তিন তালাক প্রয়োগ করলে স্বামীর হাজতবাসও হতে পারে পাশাপাশি আদালত চাইলে অপরাধীর বিরুদ্ধে জরিমানা ধার্য করতে পারে বিচারক। উল্লেখিত আইনটি তাৎক্ষণিক তিন তালাক ক্ষেত্রে প্রযোজ্য। এই আইনে স্ত্রীকে তিন তালাক থেকে রক্ষাকবজ দেওয়া হয়েছে। স্ত্রী চাইলে আদালতের দ্বারস্থ হতে পারে। এই আইনের খসড়ায় বলা হয়েছে ই-মেল, এসএমএস, হোয়াটসঅ্যাপ তিন তালাক দেওয়া নিষিদ্ধ করা হয়েছে।