নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৪ ডিসেম্বর৷৷ আইএনপিটি ও বিজেপির জোট ১৮ এর ভোটে বামেদের বিরুদ্ধে লড়াই করবে৷ বিজেপির সর্বভারতীয় সম্পাদক রাম মাধমের নেতৃত্বে দুই দিনের ম্যারাথন বৈঠক শেষে এই সিদ্দান্ত গৃহিত হয়েছে৷ সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের প্রশ্ণের উত্তরে এই খবর জানিয়েছেন আইএনপিটির অন্যতম নেতা জগদীশ দেববর্মা৷
আইএনপিটির সাথে জোটের আনুষ্ঠানিক ঘোষণা হবে বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ’র মধ্যস্থতায়৷ নির্বাচনী সভায় আইএনপিটির সাথে এনসিটির জোটও ঘোষণা হবে বলে বিজেপি সূত্রে জানা গিয়েছে৷
আইপিএফটি রাজ্য ভাগের দাবীতে অনঢ় থাকায় জোট করে দলের ভাবমূর্তি নষ্টের আশঙ্কায় অনিহা রাম মাধবের৷ এন সি দেববর্মার আইপিএফটির সাথে জোট করলে বামেরা প্রচারে সুবিধা পাবে বিজেপি’র বিরুদ্ধে৷ জাতি ও উপজাতি অধিকার রক্ষায় জোট করে বামেদের ক্ষমতাচ্যুত করারও দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন জগদীশ দেববর্মা৷
2017-12-25