হায়দরাবাদ, ২৪ ডিসেম্বর (হি.স.) : নিউজিল্যান্ডের অকল্যান্ডে পথ দুর্ঘটনায় নিহত হায়দরাবাদের যুবক | দ্রুত মৃতদেহ দেশে ফেরানোর আবেদন করে বিদেশমন্ত্রী সুষমা স্বরাজের দ্বারস্ত হলেন নিহত যুবকের পরিবার | পাশাপাশি নিউজিল্যান্ডে ভারতীয় দূতাবাসের সঙ্গেও যোগাযোগ করেছেন তাঁরা ।
নিউজিল্যান্ডের অকল্যান্ডে পথ দুর্ঘটনায় মৃত্যু হল হায়দরাবাদের যুবক সৈয়দ আবদুল রহিম ফাহাদ (২৭)। রবিবারই এই খবর পেয়েছে তাঁর পরিবার। ফাহাদের ভাই সৈয়দ নেহমতুল্লাহ বলেছেন, ‘মধ্য অকল্যান্ডে এই দুর্ঘটনা ঘটেছে। এক ব্যক্তি মদ্যপ অবস্থায় ট্র্যাফিক সিগন্যাল অমান্য করে ফাহাদের গাড়িতে ধাক্কা মারে। সেই দুর্ঘটনাতেই তার মৃত্যু হয়েছে। আজ সকালে আমরা এই খবর পেয়েছি। মৃতদেহ যাতে দ্রুত ভারতে ফেরানো যায়, সে জন্য আমরা বিদেশমন্ত্রী সুষমা স্বরাজের সাহায্য চেয়েছি।’
ফাহাদের পরিবার সূত্রে খবর, দু’বছর আগে ছাত্র ভিসা নিয়ে নিউজিল্যান্ডে যান তিনি। আচমকাই তাঁর মৃত্যু হল। পরিবারের লোকজন সুষমার সাহায্য চাওয়ার পাশাপাশি নিউজিল্যান্ডে ভারতীয় দূতাবাসের সঙ্গেও যোগাযোগ করেছেন।