পাক সেনাবাহিনীর সংঘর্ষবিরতি লঙ্ঘন অব্যাহত, পুঞ্চে যোগ্য জবাব ফিরিয়ে দিল ভারত

জম্মু, ২৪ ডিসেম্বর (হি.স.): নিয়ন্ত্রণরেখা বরাবর অবস্থিত ভারতীয় সেনা ছাউনি ও সীমান্তবর্তী গ্রামগুলিকে লক্ষ্য করে গুলিবর্ষণ করে পুনরায় সংঘর্ষবিরতি চুক্তি লঙ্ঘন করল পাকিস্তানি সৈন্য| রবিবার দুপুর ১২.৫৫ মিনিট থেকে জম্মু ও কাশ্মীরের পুঞ্চ জেলার শাহপুর সেক্টরে নিয়ন্ত্রণরেখা বরাবর অবস্থিত ভারতীয় সেনা ছাউনি ও সীমান্তবর্তী গ্রামগুলিকে লক্ষ্য করে গুলিবর্ষণ শুরু করে পাকিস্তানি রেঞ্জার্স| ভারী ও স্বয়ংক্রিয় আগ্নেয়াস্ত্র থেকে এলোপাথাড়ি গুলিবর্ষণ শুরু করে পাক সেনাবাহিনী| কালবিলম্ব না করে শত্রুপক্ষকে পাল্টা জবাব ফিরিয়ে দিয়েছে ভারতীয় সেনবাহিনী| এই ঘটনায় হতাহতের কোনও খবর নেই|
সেনাবাহিনী সূত্রের খবর, রবিবার দুপুর ১২.৫৫ মিনিট থেকে পুঞ্চ জেলার শাহপুর সেক্টরে নিয়ন্ত্রণরেখা বরাবর অবস্থিত ভারতীয় সেনা ছাউনি ও সীমান্তবর্তী গ্রামগুলিকে লক্ষ্য করে গুলিবর্ষণ শুরু করে পাকিস্তানি রেঞ্জার্স| পাল্টা জবাব ফিরিয়ে দিয়েছে ভারতীয় সেনাবাহিনী| এই ঘটনায় হতাহতের কোনও খবর নেই| তবে, আতঙ্কিত হয়ে পড়েন সীমান্তবর্তী গ্রামগুলির বাসিন্দারা|
উল্লেখ্য, শনিবারই নিয়ন্ত্রণরেখা বরাবর কেরি সেক্টরে গোলাগুলি বর্ষণ করে পাক সেনাবাহিনী| আচমকা হামলায় প্রাণ হারিয়েছেন ভারতীয় সেনাবাহিনীর এক মেজর সহ ৪ জন জওয়ান| আহত হয়েছিলেন এক জন| শহিদ সেনা জওয়ানদের নাম হল, মেজর মোহারকর প্রফুল্ল অম্বদাস (৩২), ল্যান্স নায়েক গুরমেল সিং (৩৪) ও সিপিও পরগত্ সিং (৩০)| একজনের নাম এখনও জানা যায়নি| সেনাবাহিনী সূত্রের খবর, ডিসেম্বর ১০ তারিখ পর্যন্ত জম্মু ও কাশ্মীরের নিয়ন্ত্রণরেখায় ৭৭১ বার সংঘর্ষবিরতি চুক্তি লঙ্ঘন করেছে পাক সেনাবাহিনী এবং আন্তর্জাতিক সীমান্তে ১১০ বার|

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *