করাচি, ২৪ ডিসেম্বর (হি.স.): পাকিস্তানের সিন্ধু প্রদেশে দু’টি বাস ও পিক-আপ ভ্যানের সংঘর্ষে মৃত্যু হল ১০ জনের| ভয়াবহ দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন অন্তত ১৭ জন| মৃতদের মধ্যে ৬টি শিশু রয়েছে| মৃতরা সকলেই পিক-আপ ভ্যানের যাত্রী ছিলেন| রবিবার সকালে দুর্ঘটনাটি ঘটেছে সিন্ধু প্রদেশের মুলতান শহর থেকে প্রায় ১০০ কিলোমিটার দক্ষিণ-পূর্বে জামশোরা এলাকায় ইন্দাস হাইওয়েতে|
স্থানীয় পুলিশ প্রধান আরফান বাহাদুর জানিয়েছে, রবিবার সকালে সেওয়ান শরিফ জেলার জামশোরা এলাকায় ইন্দাস হাইওয়ের উপর দ্রুতগতিতে আসা দু’টি বাসের সঙ্গে পিক-আপ ভ্যানের সংঘর্ষ হয়| পিক-আপ ভ্যানে চেপে লারকানা থেকে সিন্ধু প্রদেশের সেহওয়ান যাচ্ছিলেন বেশ কয়েকজন যাত্রী| ভয়াবহ দুর্ঘটনায় পিক-আপ ভ্যানের আরোহী ৬টি শিশু সহ মোট ১০ জনের মৃত্যু হয়েছে| গুরুতর আহত হয়েছেন অন্তত ১৭ জন| আহতদের তড়িঘড়ি উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়েছে| দুর্ঘটনার পর থেকেই পলাতক উভয় বাসের চালক| মৃতদের নাম ও পরিচয় এখনও পর্যন্ত জানা যায়নি|