নয়াদিল্লি, ২৩ ডিসেম্বর (হি.স.): গুজরাট এবং হিমাচলপ্রদেশের বিধানসভা নির্বাচন শেষ। কিন্তু, এখনও যেন নির্বাচনী প্রচারের রেশ কাটিয়ে উঠতে পারছেন না কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী। শনিবার সোশ্যাল মিডিয়া ট্যুইটারে বিজেপির সমালোচনায় মুখর হয়ে রাহুল লেখেন, ‘বিজেপি যদি কোন সিনেমা ফ্রাঞ্চাইজি করত তবে তার নাম হতো লাই হার্ড।’ উল্লেখ্য, হলিউডের জনপ্রিয় সিনেমা ডাই হার্ডকে অনুকরণ করেই লাই হার্ড কথাটি বিজেপির সমালোচনা করতে গিয়ে বলেছেন রাহুল গান্ধী। সূত্রের দাবি কংগ্রেস সভাপতির মনে করেন বিজেপি মিথ্যা কথা বলে এবং মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে দেশের মানুষকে ভুল পথে চালিত করছে। তাই সোশ্যাল মিডিয়ায় এই মন্তব্য করেছেন তিনি।
এর আগে বিজেপির বিরুদ্ধে নিন্দা করতে গিয়ে রাহুল গান্ধী বলেছিলেন বিজেপির পুরো কাঠামোটাই মিথ্যার উপর ভিত্তি করে দাঁড়িয়ে রয়েছে। রাহুল গান্ধী দাবি করেছেন দেশে কংগ্রেসের স্বপক্ষে ইতিবাচক অনুভূতি তৈরি হয়েছে। পাশাপাশি ২জি প্রসঙ্গে সিবিআইয়ের বিশেষ আদালতে রায়ের বিষয়ে রাহুল মনে করেন এই রায় ঘোষণার মধ্যে দিয়ে সত্যিটা বেরিয়ে এসেছে। এদিকে, সোমনাথ মন্দিরে পুজো দিয়ে শনিবার তিনদিনের গুজরাট সফর শুরু করলেন রাহুল গান্ধী। রাজ্যের কংগ্রেস নেতা ও নবনির্বাচিত বিধায়কদের সঙ্গে বৈঠকে মিলিত হবেন তিনি।