শ্রীনগর, ২৩ ডিসেম্বর (হি.স.): প্যালেস্টাইন প্রসঙ্গে ভারতের অবস্থানকে স্বাগত জানাল ন্যাশনাল কনফারেন্সের নেতা ও জম্মু ও কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ফারুক আবদুল্লা। ভারতের পাশাপাশি যে ১২৮ টি দেশ প্যালেস্টাইনের পক্ষে আনা একটি প্রস্তাবকে রাষ্ট্রসঙ্ঘে সমর্থন জানিয়েছেন তাদেরকেও নিজের কৃতজ্ঞতা জানাতে ভোলেননি তিনি। এই বিষয়ে ফারুক আবদুল্লা বলেন, ‘সেসব দেশকে আমরা কৃতজ্ঞতা জানাই যারা এই প্রস্তাবনার পক্ষে ভোট দিয়েছে।’ অন্যদিকে আমেরিকার একপেশের নীতি বিরোধীতা করে তিনি জানিয়েছেন, ‘যুক্তিহীন, ভিত্তিহীনভাবে জেরুজালেমকে ইজরায়েলের রাজধানী ঘোষণা করে আমেরিকা যে পদক্ষেপ নিয়েছে তা ইতিহাস ও ন্যায়ের পরিপন্থী।’ পাশাপাশি ভারতের অবস্থানকে স্বাগত জানিয়ে এই বর্ষীয়ান রাজনীতিবিদ জনিয়েছেন, ‘অন্যান্য দেশের মতো প্রস্তাবের পক্ষে ভোট দিয়ে প্যালেস্টাইনের স্বপক্ষে নিজেদের অবস্থান সুস্পষ্ট করেছে ভারত।’
মধ্যপ্রাচ্যে দীর্ঘদিন ধরে চলে আসা এই সমস্যার বিষয়ে ফারুক আবদুল্লা মনে করেন, এমন কোন পদক্ষেপ যা মধ্যপ্রাচ্যের শান্তি ও স্থিতাবস্থাকে বিঘ্নিত করতে পারে এবং প্যালেস্টাইনের নাগরিকদের অধিকারকে খর্ব করবে তা কখনই বরদাস্ত করা হবে না। ভারতের অবস্থান সম্পর্কে বর্ষীয়ান রাজনীতিক তথা লোকসভার সাংসদ ফারুক আবদুল্লা বলেন, ‘পূর্ব জেরুজালেমের রাজধানী হিসেবে প্যালেস্টাইনকে ভারত বরাবর দৃঢ়তার সঙ্গে স্বীকৃতি দিয়ে এসেছে। ইউএনজিএ-র প্রস্তাবনাকে সমর্থন করে ভারত নিজের সেই অবস্থানকে পুনর্নিশ্চিত করল।’ উল্লেখ্য চলতি মাসে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্যালেস্টাইনকে ইজরায়েলের রাজধানী হিসেবে ঘোষণা করে। সেই অনুযায়ী প্যালেস্টাইনে নিজেদের দূতাবাস সরিয়ে নিয়ে যাওয়ার জন্য তোরজোড় শুরু করে আমেরিকা। এর পরেই এই ঘটনার চূড়ান্ত নিন্দা হয় গোটা বিশ্বজুড়ে। আমেরিকার এই অবস্থানের বিপক্ষে রাষ্ট্রসঙ্ঘে একটি প্রস্তাব পেশ করা হয়। সেই প্রস্তাবে ভারতসহ ১২৮ টি দেশ সেই প্রস্তাবের পক্ষে ভোট দেয়। অন্যদিকে রাষ্ট্রসঙ্ঘের নিরাপত্তা পরিষদে আমেরিকার এই একপেশের নীতির বিপক্ষে প্রস্তাব ওঠে। কিন্তু তখন আমেরিকা তার ভেটো প্রয়োগ করে সেই প্রস্তাবের কণ্ঠরোধ করে।