নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২২ ডিসেম্বর৷৷ অবশেষে আনুষ্ঠানিকভাবে বিজেপিতে যোগ দিলেন কংগ্রেস বিধায়ক রতনলাল নাথ৷ সাথে তিনি নিয়ে যান পুরনিগমের কংগ্রেস কাউন্সিলার হিমানী দেববর্মাকে৷ পাশাপাশি কংগ্রেসের আরো কয়েকজন সদস্য এবং সিপিএমের সদস্যদের নিয়ে শুক্রবার পদ্ম শিবিরে নাম লেখালেন রতনলাল নাথ৷ এই উপলক্ষ্যে আয়োজিত সভায় বিজেপি ‘চলো পাল্টাই’ ডাক দিয়েছে৷ এই শ্লোগান নিয়েই নির্বাচনী লড়াইয়ে নামার জন্য কর্মী সমর্থকদের উদ্দেশ্যে বার্তা দেন বিজেপির সর্বভারতীয় সাধারণ সম্পাদক রাম মাধব৷
এদিন এই যোগদান পর্বে উপস্থিত ছিলেন বিজেপির সর্বভারতীয় সাধারণ সম্পাদক রাম মাধব, রাজ্য সভাপতি বিপ্লব দেব, বিধায়ক সুদীপ রায়বর্মণ, আসামের অর্থমন্ত্রী তথা নেডার কনভেনার হিমন্ত বিশ্ব শর্মা এবং আসামের পূর্তমন্ত্রী পরিমল শুক্ল বৈদ্য৷ এই যোগদান পর্ব উপলক্ষ্যে আয়োজিত সভায় প্রত্যেক বক্তাই বামফ্রন্টের বিরুদ্ধে সুর চড়িয়েছেন৷ রাজ্যে ক্ষমতার পরিবর্তন হবেই, প্রত্যেকেই দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন৷ হিমন্ত বিশ্ব শর্মা বলেন, আগামী বিধানসভা নির্বাচনে সিপিএমের বিরুদ্ধে নয় নতুন ত্রিপুরা নির্মাণের লড়াইয়ে নামবে বিজেপি৷ তাঁর দাবি, সিপিএমের পক্ষে ১০টি আসন জয়ী হওয়া কষ্টকর হবে৷ এদিন তিনি এখনো যারা কংগ্রেস কিংবা সিপিএমকে সমর্থন করছেন তাদের বিজেপিতে আসার জন্য আহ্বান জানিয়েছেন৷
বিধায়ক সুদীপ রায় বর্মণ বলেন, সিপিএমের পতন এখন শুধু সময়ের অপেক্ষা তাতে কোন সন্দেহ নেই৷ তিনি রতন লাল নাথের বিজেপিতে যোগদানের বিষয়ে বলেন, এখন আমরা নতুন উদ্যমে আরো বেশি শক্তি নিয়ে লড়াই করতে পারব, তাতেও কোন সন্দেহ নেই৷ সুদীপবাবুও এদিন কংগ্রেস ও সিপিএমের কর্মীসমর্থকদের বিজেপিতে যোগ দেওয়ার জন্য আহ্বান জানিয়েছেন৷
এদিন বিজেপিতে যোগ দিয়ে কংগ্রেস বিধায়ক রতন লাল নাথ আসন্ন বিধানসভা নির্বাচনের লড়াইকে মহাভারতের লড়াইয়ের সাথে তুলনা করেন৷ তাঁর মতে, আগামী নির্বাচনের লড়াই ন্যায় এর পক্ষে এবং দুর্নীতির বিরুদ্ধে হবে৷ এদিন তিনি চমক হিসেবে কক্বরক ভাষায় সিপিএমের চরিত্র বর্ণনা করেন৷ এদিন রতনবাবু বলেন, সিপিএমকে আগামী বিধানসভা নির্বাচনে এক ইঞ্চিও জমি ছাড়া হবেনা৷
এদিকে বিজেপি রাজ্য সভাপতি বিপ্লব দেব রাজ্যের ৩১৭০ টি বুথ জয়ের প্রত্যয় ব্যক্ত করেছেন৷ তিনি নির্বাচনে মুখ্যমন্ত্রী মানিক সরকারের জামানত জব্দ করতে চাইছেন৷ এদিন বিজেপির সর্বভারতীয় সাধারণ সম্পাদক রাম মাধব বলেন, দেশের ১৯টি রাজ্যে বিজেপি ক্ষমতায় রয়েছে৷ বিজেপির ২০ তম রাজ্য ত্রিপুরা হোক চাইছি৷ দেশের বর্তমান অবস্থার সাথে ত্রিপুরার বর্তমানকে মেলাতে হবে৷ তবেই রাজ্যের ভবিষ্যৎ সুন্দর হবে৷ এদিন তিনি কংগ্রেস ও বামফ্রন্টের সমর্থকদের বিজেপির পতাকা তলে আসার আহ্বান জানিয়েছেন৷ ক্ষমতা পরিবর্তনের লক্ষ্যে ‘চলো পাল্টাই’ ডাক দিয়েছেন৷ এই শ্লোগান নিয়েই নির্বাচনের লড়াইয়ে নামতে হবে, কর্মীসমর্থকদের উদ্দেশ্যে বার্তা দিয়েছেন রাম মাধব৷
2017-12-23