পুণে, ২২ ডিসেম্বর (হি.স.): মোটরবাইক আরোহীকে বাঁচাতে গিয়ে দুর্ঘটনার কবলে পড়ল কেন্দ্রীয় মন্ত্রী তথা শিবসেনা নেতা অনন্ত গীতের গাড়ি| সড়ক দুর্ঘটনায় সামান্য আহত হয়েছেন কেন্দ্রীয় ভারি শিল্প এবং পাবলিক সেক্টর এন্টারপ্রাইজেস মন্ত্রী অনন্ত গীতে| কপালে সামান্য চোট অবস্থায় চিকিত্সার জন্য তাঁকে ভর্তি করা হয় হাসপাতালে| প্রাথমিক চিকিত্সার পর তাঁকে অবশ্য হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে|
শুক্রবার গাড়িতে চেপে খোপোলি থেকে রাইগদ জেলার পালি অভিমুখে যাচ্ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী অনন্ত গীতে| কেন্দ্রীয় মন্ত্রীর গাড়ির সামনে ও পিছনে ছিল পাইলট গাড়ি| পালি শহরের কোঙ্কান এলাকায় মোটরবাইক আরোহীকে বাঁচাতে গিয়ে হঠাত্ই থেমে যায় মন্ত্রীর সামনের পাইলট গাড়িটি| তখনই মন্ত্রীর গাড়ি পাইলট গাড়ির পিছনে ধাক্কা মারে| এরপর পিছনে থাকা পাইলট গাড়িটি নিয়ন্ত্রণে হারিয়ে মন্ত্রীর গাড়ির পিছনে ধাক্কা মারে| দুর্ঘটনায় কেন্দ্রীয় মন্ত্রী অনন্ত গীতের কপালে চোট লেগেছে| চিকিত্সার জন্য তাঁকে ভর্তি করা হয় হাসপাতালে| প্রাথমিক চিকিত্সার পর কেন্দ্রীয় মন্ত্রী অনন্ত গীতেকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে| তিনি সুস্থ আছেন বলেই জানা গিয়েছে|